সংবাদসংস্থা মুম্বই: মা শ্রীদেবীর জন্মদিন উপলক্ষ্যে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে পুজো দিলেন মেয়ে জাহ্নবী কাপুর। সেই মুহূর্তের সাক্ষী করলেন চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়াকেও। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই বিশেষ মুহূর্ত। সেইসঙ্গে মাকে জন্মদিনের শুভেচ্ছাও জানালেন।
প্রতিবছর নিজের জন্মদিনে তীর্থস্থানে যেতেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। এই প্রথা তাঁর মৃত্যুর পরেও মেনে চলেন মেয়ে জাহ্নবী। তাই মঙ্গলবার ভেঙ্কটেশ্বর মন্দিরে দেখা মিলল অভিনেত্রীর। এদিন অভিনেত্রীকে দেখা গেল হলুদ রঙের শাড়িতে। সঙ্গে মানানসই নীল রঙের ব্লাউজ। এছাড়া অভিনেত্রীর পরনে ছিল সোনালি দুল, হার, কোমরবন্ধ ও হাতে চুড়ি। এদিন পুজো দিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায়ও ছবি ভাগ করেন জাহ্নবী। মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবির সঙ্গে দিয়ে ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন মা। তোমায় খুব ভালবাসি।'
মায়ের জন্মদিনে শিখরকে নিয়ে তিরুপতি দর্শনে যাওয়ায় নেটিজেনদের নানা মন্তব্য এসে ভিড় জমিয়েছে অভিনেত্রীর পোস্টে। তাহলে কি এইভাবেই শিখরের সঙ্গে প্রেমে স্বীকৃতি দিলেন জাহ্নবী? প্রশ্ন উঠছে নেটপাড়ায়। যদিও মাঝেমধ্যেই দু'জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেলেও সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই।
প্রসঙ্গত, সম্প্রতি 'উলঝ' ছবিতে অভিনয় করে আরও একবার দর্শকের নজর করেছেন জাহ্নবী। সমালোচকদের থেকেও এই ছবিতে অভিনয় করে কুড়িয়েছেন দারুণ প্রশংসাও। আগামীতে তাঁকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যেতে চলেছে 'সানি সংস্কারি কী তুলসী কুমারী' ছবিতে। এই ছবির পরিচালনায় রয়েছে শশাঙ্ক খৈতান।
প্রতিবছর নিজের জন্মদিনে তীর্থস্থানে যেতেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। এই প্রথা তাঁর মৃত্যুর পরেও মেনে চলেন মেয়ে জাহ্নবী। তাই মঙ্গলবার ভেঙ্কটেশ্বর মন্দিরে দেখা মিলল অভিনেত্রীর। এদিন অভিনেত্রীকে দেখা গেল হলুদ রঙের শাড়িতে। সঙ্গে মানানসই নীল রঙের ব্লাউজ। এছাড়া অভিনেত্রীর পরনে ছিল সোনালি দুল, হার, কোমরবন্ধ ও হাতে চুড়ি। এদিন পুজো দিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায়ও ছবি ভাগ করেন জাহ্নবী। মায়ের সঙ্গে ছোটবেলার একটি ছবির সঙ্গে দিয়ে ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন মা। তোমায় খুব ভালবাসি।'
মায়ের জন্মদিনে শিখরকে নিয়ে তিরুপতি দর্শনে যাওয়ায় নেটিজেনদের নানা মন্তব্য এসে ভিড় জমিয়েছে অভিনেত্রীর পোস্টে। তাহলে কি এইভাবেই শিখরের সঙ্গে প্রেমে স্বীকৃতি দিলেন জাহ্নবী? প্রশ্ন উঠছে নেটপাড়ায়। যদিও মাঝেমধ্যেই দু'জনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেলেও সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই।
প্রসঙ্গত, সম্প্রতি 'উলঝ' ছবিতে অভিনয় করে আরও একবার দর্শকের নজর করেছেন জাহ্নবী। সমালোচকদের থেকেও এই ছবিতে অভিনয় করে কুড়িয়েছেন দারুণ প্রশংসাও। আগামীতে তাঁকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যেতে চলেছে 'সানি সংস্কারি কী তুলসী কুমারী' ছবিতে। এই ছবির পরিচালনায় রয়েছে শশাঙ্ক খৈতান।
