সংবাদসংস্থা মুম্বই: চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে নিজের সম্পর্কের কথা কোনওদিন স্বীকার করেননি জাহ্নবী কাপুর। তবে হাবভাবে বুঝিয়ে দিয়েছেন শিখরের প্রতি তাঁর ভালবাসার কথা। দু'জনকে একসঙ্গে তিরুপতি দর্শনেও দেখা গিয়েছে বহুবার। তাঁদের একসঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তর ঝলক ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।
 
 গতবছর দীপাবলিতে জাহ্নবী কাপুর ও তিন পোষ্যর সঙ্গে ছবি ভাগ করেছিলেন শিখর। আলোর উৎসবে মেতেছিলেন প্রিয়জনদের নিয়ে। ওই পোস্টে হঠাৎই এক নেটিজেন মন্তব্য করেন, "আপনি উৎসবে শামিল হলেন কী করে? আপনি তো দলিত।" এই মন্তব্য দেখে চটে লাল শিখর পাহাড়িয়া। 
 
 পাল্টা জবাবে লেখেন, "এটা সত্যিই দুঃখজনক যে ২০২৫ সালেও, আপনার মতো এত পশ্চাদপদ মানসিকতার মানুষ এখনও আছেন। দীপাবলি হল আলো, অগ্রগতি এবং ঐক্যের একটি উৎসব যা স্পষ্টতই আপনার সীমিত বুদ্ধির বাইরে। তাই আমার সম্প্রদায় 'অস্পৃশ্য' নয়, আপনার মানসিকতা 'অস্পৃশ্য', সেদিকে নজর দিন।"
শিখর ওই নেটিজেনকে যথাযথ উত্তর দিলেও, প্রেমিকা জাহ্নবী কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। প্রেমিকের অপমানের প্রতিবাদে যে মৌন শ্রীদেবী-কন্যা, তা কিন্তু নজর এড়ায়নি তাঁর অনুরাগীদের।
