ইনস্টাগ্রামে কৌতুকাভিনেত্রী জেমি লিভারের ভিডিও মানেই হাসির রোল। তবে সম্প্রতি তাঁর একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেই ভিডিওতে তিনি ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তালকে নকল করেন। নেটিজেনদের একাংশের অভিযোগ, এই ভিডিওতে তানিয়াকে বডি শেমিং করা হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবার সাময়িক বিরতির ঘোষণা করলেন জেমি।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে জেমি লেখেন, ‘যাঁরা আমাকে সত্যিই চেনেন, তাঁরা জানেন আমি আমার কাজকে কতটা ভালবাসি এবং কতটা আন্তরিকভাবে করি। মানুষকে আনন্দ দিতে পারার ক্ষমতা ঈশ্বরের দেওয়া উপহার। এর জন্য আমি কৃতজ্ঞ। এত বছর ধরে যে ভালবাসা পেয়েছি, তার জন্যও চিরকাল কৃতজ্ঞ থাকব। এই যাত্রাপথে আমি বুঝেছি, সকলে সবসময় তোমার পাশে থাকবে না বা তোমার সঙ্গে হাসবে না। সাম্প্রতিক কিছু ঘটনার কারণে মনে হচ্ছে, নিজের একটা অংশ হারিয়ে ফেলেছি। এটা রাগ থেকে নয়, আত্মসমালোচনা থেকেই বলছি।’
তিনি আরও লেখেন, “আমি আমার কাজকে ভালবাসি এবং সব সময় মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত একটু বিশ্রাম নিয়ে নিজেকে নতুন করে গুছিয়ে নিতে চাই। আগামী বছরে আবার দেখা হবে। ভালবাসা, প্রার্থনা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সব সময়।’
জেমির এই পোস্টে ভক্তদের নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। এক ভক্ত লেখেন, ‘তুমি একদম লিমিটেড এডিশন। সাহসটাই আসল। সবাই কাঁদাতে পারে, কিন্তু সবাইকে বুঝে হাসানোই আসল ক্ষমতা।’ আরেকজন মন্তব্য করেন, ‘এই সময়টাও কেটে যাবে। তুমি রকস্টার। ভালবাসা আর শুভেচ্ছা রইল।’ তবে একজন নেটিজেন লিখেছেন, ‘সব সময় তোমাকে সমর্থন করেছি, কিন্তু তানিয়াকে যেভাবে ট্রোল করা হয়েছে, সেটা ভাল লাগেনি।’
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে জেমি লিভার তানিয়াকে নকল করে একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিও প্রকাশের পর থেকেই তানিয়ার অনুরাগীরা জেমির বিরুদ্ধে বডি শেমিংয়ের অভিযোগ তুলে সমালোচনা শুরু করেন। এই বিতর্কের মাঝেই এবার বিরতির সিদ্ধান্ত নিলেন কৌতুকাভিনেত্রী।
তানিয়া ‘বিগ বস ১৯’এর ট্রফি জেতেননি ঠিকই। তবে দর্শকমহলে নিঃসন্দেহে এই সিজনের সবচেয়ে বড় সেনসেশন হয়ে উঠেছেন। শো জুড়ে নিজের বিলাসবহুল জীবনযাপন আর বিপুল সম্পদের দাবি নিয়ে বারবার আলোচনায় থেকেছেন তিনি। সেই কারণেই দর্শকের কাছে তিনি হয়ে ওঠেন অন্যতম প্রিয় প্রতিযোগী।
