হলিউডের অন্যতম মেগা-ফ্র্যাঞ্চাইজি ‘অবতার’। এবার সেই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ ঘিরে ফের চর্চা তুঙ্গে। আর সেই আলোচনার কেন্দ্রে এবার অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়ো। খোদ পরিচালক জেমস ক্যামেরন জানিয়ে দিলেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অবতার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্রায় নিশ্চিত।
এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ক্যামেরনের স্পষ্ট বক্তব্য, “আমরা যদি ‘অবতার ৪’ বানাতে পারি, তাহলে মিশেল অবশ্যই সেই ছবিতে থাকবে।” তবে একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন, ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তৃতীয় ছবির সাফল্যের উপর।

ক্যামেরন জানান, যদি ‘অবতার’ সিরিজ চতুর্থ কিস্তিতে পৌঁছয়, তাহলে চতুর্থ ও পঞ্চম ছবি একসঙ্গেই শুট করা হবে, ঠিক যেমন হয়েছিল ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ (২০২২) এবং ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ (২০২৫)-এর ক্ষেত্রে। তাঁর কথায়, “৪ আর ৫ আসলে একটা বিশাল গল্পের দুটো অধ্যায়!”
বর্তমানে মুক্তিপ্রাপ্ত এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর প্রচারের সূত্রেই এই সাক্ষাৎকার দেন জেমস ক্যামেরন। সেখানে তিনি আরও খোলাখুলি বলেন, “এই মুহূর্তে সিনেমা ইন্ডাস্ট্রি একটু চাপের মধ্যে রয়েছে। ‘অবতার ৩’ বানাতে প্রচুর খরচ হয়েছে। আমাদের তাই বক্স অফিসে বেশ ভাল ফল করতে হবে, তবেই পরের ছবিগুলো সম্ভব।”

সব ঠিকঠাক হলে, মিশেল ইয়োকে দেখা যাবে এক না’ভি পারফরম্যান্স-ক্যাপচার চরিত্রে, যার নাম পাকটুয়েলাট। যদিও বহু বছর ধরেই তাঁর নাম ‘অবতার’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িয়েছে, এখনও পর্যন্ত তাঁকে প্যান্ডোরার জগতে দেখা যায়নি।
২০১৯ সালে ‘অবতার’-এর অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে মিশেল ইয়োর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে প্রথমবার তাঁর চরিত্র ড. কারিনা মোগ-এর কথা সামনে আসে। এরপর ২০২১ সালে ‘অবতার’-এর প্রযোজক জন ল্যান্ডাউ ইনস্টাগ্রামে শুটিং সেটের একটি ছবি পোস্ট করে লেখেন,“‘ ‘অবতার’-এর ৩’-এর শুটিংয়ে সেটের ফাঁকে জিমকে ব্যস্ত রেখেছিলেন মিশেল ইয়ো!”
তবে ২০২৪ সালে ক্যামেরন নিজেই স্পষ্ট করে দেন, মিশেল ইয়ো তৃতীয় ছবিতে থাকছেন না। তখন তিনি ‘এন্টারটেইনমেন্ট উইকলি’-কে বলেন,“ওঁর অংশটা পরে আসবে। চরিত্রটা খুবই মজার আর আলাদা। আসলে এই পুরো পরিকল্পনাটা বহু বছর আগেই করা হয়েছিল। পাঁচ নম্বর ছবি পর্যন্ত সব চিত্রনাট্য লেখা হয়ে গিয়েছে।”
একই সাক্ষাৎকারে ক্যামেরন জানান, “আমাদের অনেক কম বয়সী অভিনেতা রয়েছে। তাই সময় থাকতে থাকতেই ৪ আর ৫-এর কিছু অংশ শুট করে ফেলতে হয়েছে।” মিশেল ইয়ো সম্পর্কে প্রশংসা করতেও ভোলেননি পরিচালক। ক্যামেরনের কথায়, “আমরা মিশেলকে ভীষণ ভালবাসি। ও সবসময়ই একজন বড় তারকা ছিল, কিন্তু এখন তো সে একেবারে বিশ্বজোড়া আইকন। ওর সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”
মিশেল ইয়ো নিজেও আগেই ‘অবতার’-এর ছবিগুলিতে নিজের যুক্ত থাকার কথা বলেছিলেন। ‘ইডব্লিউ’-কে তিনি বলেছিলেন,“হ্যাঁ, আমি অবতার সিক্যুয়েলগুলোর অংশ। এর থেকে বেশি কিছু বলা যাবে না। কিন্তু শুনুন, এটুকু বলে রাখি পরিচালকের নাম জেমস ক্যামেরন! তাঁর জন্য তো আমি চা বানাতেও রাজি!”তিনি আরও জানান, কয়েক সপ্তাহ শুটিং করেছেন এবং অভিজ্ঞতা তাঁকে মুগ্ধ করেছে। “জেমস একেবারে আগুনে প্রতিভা। ওঁর সঙ্গে কাজ করে ভীষণ আনন্দ পেয়েছি। আবার ফিরে যেতে মুখিয়ে আছি।”
এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। আর দর্শকের মনে প্রশ্ন একটাই, এই সাফল্যের হাত ধরেই কি প্যান্ডোরার গল্প এগোবে আরও দু’টি অধ্যায়ে, যেখানে নতুন রূপে দেখা যাবে মিশেল ইয়োকে?
