সংবাদ সংস্থা মুম্বই: ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ আর ‘ডাঙ্কি’ দিয়ে বক্স অফিস কাঁপিয়েছিলেন শাহরুখ খান। পরপর তিনটি ব্লকবাস্টারের পর এবার ‘কিং’ নামের নতুন ছবিতে ধরা দিতে চলেছেন ‘বাদশা’। আগেই জানা গিয়েছিল, সৌরভ শুক্লা এই ছবির অংশ। এবার অভিনেতা জয়দীপ আহলাওয়াত নিজেই জানালেন, তিনিও রয়েছেন ‘কিং খান’-এর এই অ্যাকশন ড্রামায়।

 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জয়দীপ বলেন,“শাহরুখ স্যার অনেকদিন ধরেই ভাবছিলেন আমাকে এই চরিত্রে। তবে পরিচালক সিদ্ধার্থ আনন্দ হয়তো একটু দ্বিধায় ছিলেন— ‘জুয়েল থিফ’-এর পরে আমাকে এত ছোট একটা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়াটা ঠিক হবে কি না। কিন্তু শাহরুখ খান স্যার নিজেই বললেন, ‘আমি নিজে কথা বলব ওর সঙ্গে।’ আর শাহরুখ খানের কথা কে-ই বা ফেরায়!”

 

জয়দীপ আরও বলেন, “আমি শাহরুখ খান-কে খুব পছন্দ করি। ‘রইস’-এর সময় চার-পাঁচদিন ওঁর সঙ্গে শুট করেছি। তারপর যতবার দেখা হয়েছে, ওঁর ব্যবহার এমনই যে মনে হয় আমি ওঁর খুব কাছের কেউ। এমন আন্তরিক, এত বড় মাপের মানুষ, কিন্তু একটুও অহংকার নেই! প্রত্যেকবার দেখা হলে উনি আমাকে স্পেশ্যাল ফিল করিয়েছেন।”

 

প্রসঙ্গত, জয়দীপ আহলাওয়াত সম্প্রতি সিদ্ধার্থ আনন্দ প্রযোজিত ‘জুয়েল থিফ’ ছবিতে মুখ্য খলনায়কের চরিত্রে নজর কেড়েছিলেন। সেই ছবিতে তাঁর অ্যাকশন এবং নাচ— দুই'ই প্রশংসিত হয়েছে। ছবিটি এখন নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে।

 

‘কিং’ পরিচালনা করছেন ‘পাঠান’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। ছবিতে রয়েছেন শাহরুখের মেয়ে সুহানা খানও। সৌরভ শুক্লার পাশাপাশি এই ছবিতে আরও রয়েছেন— দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, রাঘব জুয়াল— এমনটাই শোনা যাচ্ছে। যদিও নির্মাতাদের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা হয়নি এখনও।

 

ছবির শুটিং চলছে পুরোদমে। কবে মুক্তি পাবে ‘King’, তা এখনও প্রকাশ পায়নি। তবে শাহরুখ ভক্তদের উত্তেজনা তুঙ্গে— কারণ কিং খান, সুহানা আর জয়দীপের এই জোট যে একেবারে বিস্ফোরক কিছু আনতে চলেছে, তা বলাই বাহুল্য!