সংবাদ সংস্থা মুম্বই: ‘ক্যারাটে  কিড: লেজেন্ডস’ মুক্তির আগে অজয় দেবগণের সঙ্গে জমাটি আড্ডায় বলিউডে কাজের ইচ্ছা প্রকাশ করলেন অ্যাকশন কিংবদন্তি!হলিউড এবং হংকং ছবির অন্যতম একনিষ্ঠ অ্যাকশন আইকন জ্যাকি চান এবার সত্যিই বলিউডের দরজায় কড়া নাড়ছেন! ‘ক্যারাটে কিড: লেজেন্ডস’-এর মুক্তির আগে ছবির প্রচারে ভারতীয় দর্শকদের জন্য একটি স্পেশ্যাল টিজার রিলিজ করেছে নির্মাতারা, যেখানে ধরা পড়েছে অজয় দেবগণ আর জ্যাকি চানের এক মজার ও দারুণ উষ্ণ আলাপচারিতা।

 

ভিডিওতে জ্যাকি মজা করেই বলেন, “তুমি আমায় ভারতে ডাকো!” উত্তরে অজয় দেবগণ হেসে বলেন, “তোমার সঙ্গে কাজ করতে পারলে তো দারুণ হবে!” তখনই জ্যাকি হেসে বলেন, “তুমি ফাইট করো, আমি ড্যান্স করি!” যাকে বলে একেবারে বলিউডি টুইস্ট! এই একটি বাক্যেই বোঝা যায়, জ্যাকি চ্যান শুধুই অ্যাকশন তারকা-ই নন, বরং বলিউডি ঘরানার রসবোধ আর মিউজিকও তার মন ছুঁয়েছে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sony Pictures IN (@sonypicturesin)