সংবাদ সংস্থা মুম্বই:  ভারত সিনেমা-পাগল দেশে। তাই ওটিটির যুগেও ফিরে ফিরে বড় পর্দাতেই প্রেম, উন্মাদনা খুঁজে পায় আমজনতা। আর সেই প্রেমের সঙ্গে যদি মিশে যায় নস্ট্যালজিয়া? সেই ফর্মুলা মেনেই চলতি বছরে জনপ্রিয় হওয়া বহু জনপ্রিয় হিন্দি ছবি প্রেক্ষাগৃহে ফিরেছে। তার মধ্যে রয়েছে বেশ কয়েকটি বলিউডের আইকনিক ছবি।

 

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে 

১৯৯৫-এর অক্টোবরে প্রথম মুক্তি। যশরাজ ফিল্মস প্রযোজনায় আদিত্য চোপড়া পরিচালিত আদ্যোপান্ত প্রেমের ছবি। ছবিতে মুখ্য দুই চরিত্রে ছিলেন শাহরুখ খান ও কাজল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমরিশ পুরি, অনুপম খের প্রমুখ। বলিউডে ‘রোম্যান্টিক হিরো’ হিসাবে শাহরুখ খানকে বিশ্ব দরবারে জনপ্রিয় করে তুলেছিল এই ছবিই। চলতি বছরে প্রেক্ষাগৃহে ফিরছে সেই ছবি। বড়পর্দায় ডিডিএলজে দেখার জন্য হইহই করে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। 


তুম্বাড়

'তুম্বাড়'। ছবির গল্প থেকে অভিনয়, সাজসজ্জা— সবই নজর কেড়েছে দর্শকের। মুক্তির সময় এই ছবি খুব বেশি প্রচার না পেলেও, যত সময় পেরিয়েছে এই ছবি জায়গা করে নিয়েছে দর্শকের মধ্যে। পৌরাণিক ও ভূতুড়ে গল্পের মিশেলে এই ছবি দারুণ জনপ্রিয় হয়েছিল ওটিটি দুনিয়ায়। প্রেক্ষাগৃহেও দ্বিতীয়বার এই ছবি দেখার জন্য দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো।


জব উই মেট 

২০০৭ সালে মুক্তি পায় ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহিদ কাপুর এবং করিনা কপূর খান। তাঁদের অভিনীত দুই চরিত্রে 'আদিত্য' ও 'গীত'-এর প্রেম, খুনসুটি মন ছুঁয়েছিল নয়া প্রজন্মের দর্শকের। বলিউডের অন্য ঘরানার প্রেমের ছবির পরিচালক হিসাবে ইমতিয়াজ় আলিকে পরিচিতি এনে দিয়েছিল এই ছবিই। এই ছবিমুক্তির পর দেড় দশকের উপর পেরিয়ে গেলেও জব উই মেট -এর প্রতি ভালবাসা কমেনি দর্শকের। চলতি বছর প্রেম দিবসে গোটা দেশজুড়ে মুক্তি পেয়েছিল এই ছবি। সাড়াও মিলেছিল ভাল। 

 

গ্যাংস অফ ওয়াসেপুর
তুখোড় গল্পের সঙ্গে জমজমাট সংলাপ, সঙ্গে অভিনেতাদের দুরন্ত অভিনয়। এর সঙ্গে মিশেছিল অনুরাগ কশ্যপের ক্ষুরধার পরিচালনা। সব মিলিয়ে একজোটে দারুণ ফলাফল 'গ্যাংস অফ ওয়াসেপুর'। হিন্দি ছবির ইতিহাসে কাল্ট তকমা পেয়ে যাওয়া এই ছবি নিয়ে চর্চা, তর্ক চলেছে বিস্তর। ভালবাসাও কুড়িয়েছে অনুরাগের এই ছবি। কানস ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়েছিল এই ছবি।  চলতি বছরে প্রেক্ষাগৃহে ফের হাজির হয়েছিল এই ছবি। 

 

রহেনা হ্যায় তেরে দিল মে

বলিপাড়ার রোম্যান্টিক ঘরানার ছবির তালিকায় রয়েছে ‘রহেনা হ্যায় তেরে দিল মে’। শুধু ছবিটি নয়, তার গানগুলিও একই ভাবে শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। অথচ বক্স অফিসে এই ছবিটি ব্যর্থ হয়।এই ছবির হাত ধরে বলিপাড়ায় কেরিয়ার শুরু করেন দিয়া মির্জা এবং আর মাধবন। দিয়া এবং মাধবনের পাশাপাশি এই ছবিতে নজর কাড়ে সইফের অভিনয়। তবে ধীরে ধীরে ছোটপর্দায় এই ছবিটি দেখানো শুরু হলে  আরও বৃহত্তর স্তরে ছবিটি পৌঁছে যায়। চলতি বছরে সেই ছবি আবার মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে।