গুঞ্জন সত্যি! দ্বিতীয় বার মা হতে চলেছেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলি তাই বাড়িতে। পরিবারের সঙ্গে আপাতত ছুটি কাটাচ্ছেন। এমন খবর দিয়েছেন বিরাট-ঘনিষ্ঠ এবি ডি’ভিলিয়ার্স। তিনি একটি ইউটিউব চ্যানেলে সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। সেখানেই বলেছেন, ‘‘যত দূর জানি, ওদের পরিবারে সব ঠিক আছে। বিরাট পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে। সেই কারণেই প্রথম দুই টেস্টে ও খেলছে না। আমি ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে আছি।’’ যদিও এই খবরে এখনও মুখ খোলেননি বিরাট বা অনুষ্কা।

 
?ref_src=twsrc%5Etfw">February 3, 2024
এখানেই শেষ নয়। বন্ধুকে সমর্থন জানিয়ে আরও বলেন, ‘‘আমি বিরাটের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তখনই পুরোটা বিষয়টি জানতে পারি। বিরাট জানায়, অনুষ্কা দ্বিতীয় বার মা হতে চলেছে। তাই এই সময় ওর পাশে থাকা বিরাটের বেশি জরুরি। ক্রিকেটারের পাশাপাশি বিরাট কারও স্বামী, সন্তানের বাবা। তাই এই সময় ক্রিকেটার নয় ব্যক্তি কোহলিকে পরিবার সব থেকে বেশি প্রয়োজন। বিরাটও সেটাই করছে। এর জন্য ওর ক্রিকেটের প্রতি ভালবাসা নিয়ে কখনও প্রশ্ন করা উচিত নয়।’’