এই বছরই মুক্তি পাচ্ছে দেবের বহু প্রতীক্ষিত ছবি খাদান,এই ছবিতে দেব এবং যীশু সেনগুপ্তের বন্ধুত্ব দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। তবে শুধুই গল্পে নয় সম্ভবত গানেও থাকছে দারুন চমক। 

খাদানের পোস্টার দেখার পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, কারণ অনেকদিন পর আবার মেইনস্ট্রিম অ্যাকশন ছবিতে সকলের প্রিয় দেব পাশাপাশি রয়েছেন যীশু সেনগুপ্ত। দেবের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন ইধিকা পাল, এই ছবিতে দেবের লুক দেখার পর থেকেই অপেক্ষা যেন আরও বেড়ে গেছে সকলের। তবে শুধুই ছবির গল্পে চমক নয়, গানও হতে চলেছে জমজমাট। রথীজিৎ ভট্টাচার্য এই ছবির সংগীত পরিচালনার দায়িত্ব রয়েছেন- নিজের সোশ্যাল মিডিয়াতে সে কথা। তবে একটি বিশেষ গানের পরিচালনা করতে চলেছেন সংগীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়। প্রধান ছবিতে রথীজিৎ ভট্টাচার্যের গানগুলি প্রত্যেকটাই হিট, অন্যদিকে কিসমিস বা বাঘাযতীন ছবিতে নীলায়ন চট্টোপাধ্যায়ের গানও দারুন জনপ্রিয় হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে বহুদিন পর খাদান ছবির মাধ্যমে বাংলা গান গাইতে চলেছেন জুবিন গর্গ, যদিও সে ব্যাপারে নিশ্চিত এখনও কিছু জানাননি রথীজিৎ। অসুস্থতার কারণে  আগের মত আর গান গাইতে পারেন না জুবিন, কিছুদিন আগে মঞ্চে তাঁর গাওয়া একটি গানের ভিডিও ব্যাপক ভাইরাল হয়, যেখানে স্পষ্ট বোঝা যায় জুবিনের কন্ঠ আর আগের মত নেই, কিন্তু তবুও তিনি বলেছিলেন আরও অনেক গান গাইতে চান। তাই এই ছবিতে যদি সত্যিই জুবিন গর্গের গান থাকে, তাহলে সেটা কামব্যাক বলাই যায়। যদিও এই ব্যাপারে নিশ্চিত কোনও খবর এখনো পাওয়া যায়নি। তবে রথীজিৎ এবং নীলায়নের সংগীত পরিচালনা যখন প্রথমবার একসঙ্গে হতে চলেছে, সেখানে যে দারুণ কিছু চমক থাকবেই তা আর বলার অপেক্ষা রাখে না।