নিজস্ব সংবাদদাতা: টলিউডে একের পর এক বিচ্ছেদের খবর। ২৫ বছরের দাম্পত্যে ইতি টেনে আইনি বিচ্ছেদের পথে হাঁটলেন 'অপরাজিত' পরিচালক অনীক দত্ত। সূত্রের খবর, ইতিমধ্যেই বিচ্ছেদ হয়ে গিয়েছে পরিচালকের। দক্ষিণ কলকাতার বাড়িতে এই মুহূর্তে একাই থাকছেন তিনি। 

 


বেশ কয়েক মাস আগে গুরুতর অসুস্থ হয়েছিলেন পরিচালক। হৃদরোগ জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, সেই সময়ও চলছিল দাম্পত্যে জটিলতা। তবে এই বিষয়ে কখনও কথা বলতে চাননি পরিচালক। কয়েক বছর আগে ২৫ বছরের বিবাহবার্ষিকী পালন করেন অনীক দত্ত এবং তাঁর স্ত্রী। মালা বদল থেকে সিঁদুর দান সবটাই হয় সেই বিশেষ দিনে। 

 

 

সেই ছবি সমাজমাধ্যমে পোস্ট করে অনেক দত্ত লিখেছিলেন, নিজেদের বিয়েতে এই কোন নিয়মই তাঁরা পালন করেননি। কারণ বিয়ের এইসব নিয়মের বিরোধী দু'জনেই। তবে বিবাহ বার্ষিকীর দিন সকলের অনুরোধে এই নিয়মগুলো পালন করেন দম্পতি। বিয়ের বয়স ২৫ পেরোতে আলাদা থাকা সিদ্ধান্ত নিলেন দু'জনে। 

 


আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অনীক দত্তের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয় এই ঘটনা সত্যি ঘটনা নাকি রটনা? পরিচালকের জবাব, "এটা অত্যন্ত ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে এখনই কথা বলতে চাই না।"

 


প্রসঙ্গত, কয়েক দিন ধরেই অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় এবং ময়না মুখোপাধ্যায়ের ২৩ বছরের বৈবাহিক জীবনের বিচ্ছেদের কথা শোনা যায়। যদিও এই খবরকে মিথ্যে বলে উড়িয়ে দেন দু'জনে।