বিগ বস ১৯–খ্যাত তানিয়া মিত্তলকে ঘিরে সম্প্রতি একটি খবর ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই খবরের সত্যতা কতটা? রেডিটের একটি থ্রেডে ভাইরাল হয়েছে একটি পোস্ট, যার শিরোনাম, ‘তানিয়া মিত্তল গেটিং ম্যারিড ইন ফেব্রুয়ারি’। ওই পোস্টে আরও প্রশ্ন তোলা হয়, তানিয়ার হবু বর কে হতে পারেন।
পোস্টটি ঘিরে শুরু হয় জল্পনা। একজন মজা করে লেখেন, ‘বর হলেন আমাল মালিক, অভিনন্দন।’ আবার অন্যজন দাবি করেন, ‘হ্যাঁ, তিনি একজন স্থানীয় রাজনীতিবিদ।’ এই সব মন্তব্য ও দাবি যদিও নিছক গুঞ্জন ছাড়া আর কিছুই নয়। তানিয়ার বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য সামনে আসেনি।
উল্লেখযোগ্যভাবে, বিগ বস ১৯–এর ঘরে থাকাকালীন নিজের বিয়ে নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন তানিয়া। সলমন খান সঞ্চালিত ওই রিয়্যালিটি শোয়ে তিনি জানিয়েছিলেন, তাঁর বাবা-মা চেয়েছিলেন খুব অল্প বয়সেই তাঁর বিয়ে দিতে। কিন্তু তানিয়া তাঁদের অনুরোধ করেছিলেন, আগে কেরিয়ার গড়ে নেওয়ার জন্য কিছুটা সময় দিতে। বর্তমানে জীবনে স্থিতিশীল হওয়ার পর তিনি নিজেই নাকি উপযুক্ত জীবনসঙ্গীর খোঁজে রয়েছেন।
‘বিগ বস’-এর ঘর থেকে বেরনোর পর খুব বেশি সময় নেননি তানিয়া। ইতিমধ্যেই তাঁকে দেখা গিয়েছে একাধিক বিজ্ঞাপনের শুটিংয়ে। রিয়্যালিটি শো থেকে পাওয়া জনপ্রিয়তা যে তাঁকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
‘বিগ বস ১৯’এ থাকাকালীন তানিয়ার বাড়ি নিয়ে করা দাবিগুলিও ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সেই বাড়ির সম্পূর্ণ ট্যুর ভিডিও প্রকাশ পেতে চলেছে ২৩ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে। অনুরাগীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন শোয়ের ভিতরে তানিয়ার করা দাবিগুলি আদৌ সত্যি কি না, তা দেখার জন্য।
তানিয়া বিয়ে নিয়ে যে খবর ছড়িয়ে পড়েছে, তা আপাতত জল্পনাতেই সীমাবদ্ধ। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই নিয়ে নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই।
বিগ বস ১৯–এ তানিয়া মিত্তল তৃতীয় রানার-আপ হয়েছেন। এই সিজনের বিজয়ী হন গৌরব খান্না। শোনা যাচ্ছে, শো-য়ে তানিয়ার জনপ্রিয়তা আরও কাজের দরজা খুলে দিতে পারে। এক পর্বে অতিথি হিসাবে আসা প্রযোজক একতা কাপুর নাকি শো শেষে তানিয়াকে দেখা করার প্রস্তাবও দিয়েছিলেন এবং ভবিষ্যতে কাজের আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই বিষয়ে যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
