ইদ এগিয়ে আসছে। এগিয়ে আসছে বিনোদন দুনিয়ার টক্করও। এবছরের ইদ সলমন খানের নয়। বদলে একটি বাংলা আর দুটো হিন্দি ছবি নিয়ে আসছে। তালিকায় অঙ্কুশ হাজরার ‘মির্জা’, অজয় দেবগনের ‘ময়দান’, অক্ষয়কুমার-টাইগার শ্রফের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’। তাই নিয়েই নাকি বঙ্গে কাজিয়া দুই প্রথম সারির প্রেক্ষাগৃহের মধ্যে। তাই নিয়ে বাংলার বিনোদন দুনিয়া তোলপাড়। সঙ্গে কটাক্ষ, ‘বাংলা ছবির পাশে দাঁড়ান’... কথাটার বাস্তব ছবি তা হলে এই?

প্রকৃত ঘটনা কী? আইনক্স অঙ্কুশ এবং অক্ষয়ের ছবির পরিবেশক। ফলে, বেশির ভাগ প্রেক্ষাগৃহ এই দুটো ছবি পাচ্ছে। তা ছাড়া, আইনক্সের স্ট্র্যাটেজি হিন্দির সমানসংখ্যক প্রেক্ষাগৃহ বাংলা ছবিকেও দিতে হবে। অন্য দিকে, ‘ময়দান’ ছবির দায়িত্বে এসভিএফ। ছবিতে টলিউডের রুদ্রনীল ঘোষ, অমর্ত রায় অভিনয় করছেন। তবু ‘ময়দান’-এর চাহিদা যেন কিঞ্চিৎ কম। ফলে, অনেক প্রেক্ষাগৃহই ছবিটি নিতে চাইছে না। এতে গোঁসা অন্যতম প্রযোজক-পরিবেশক মহেন্দ্র সোনির। তাঁর নাকি দাবি, বাংলা ছবির শো কমিয়ে দিতে হবে। বেশি শো দিতে হবে ময়দানকে!। বুধবার সকালে টুইটারে (বর্তমানে এক্স) ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বিষয়টি জানতে আজকাল ডট ইন যোগাযোগের চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। কিন্তু তিনি অধরা। 



বিষয়টি নিয়ে কথা বলেছেন ‘মির্জা’র পরিবেশক। তাঁর কথায়, ‘‘একটা সময় বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পেলে বাংলা ছবি প্রেক্ষাগৃহ পেত না। আমরা সেটা বন্ধ করেছি। আমাদের দাবি, সমানসংখ্যক প্রেক্ষাগৃহ বাংলা ছবিকেও দিতে হবে। সেই অনুযায়ী, প্রযোজক অঙ্কুশের প্রথম ছবি ১৩০-১৪০টি প্রেক্ষাগৃহ পাবেই।’’ কানাঘুষো, এখানেই নাকি আপত্তি প্রথম সারির অন্য পরিবেশকের। তাদের চাহিদা, চারটে শো-এর দুটো ‘বড়ে মিঞা’ পেলে বাকি দুটো শো ‘ময়দান’কে দিতে হবে। যার ঘোর বিরোধী আইনক্স। ‘মির্জা’র পরিবেশকের কথার সুর নবীনা প্রেক্ষাগৃহের মালিক নবীন চোখানির বক্তব্যেও। তিনি বলেছেন, ‘‘মির্জা’ আমার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। বাকি দুটো হিন্দি ছবির কোনটি নেব সেটা নিয়ে আলোচনা চলছে।’’