নিজস্ব সংবাদদাতা: খাদানের সাফল্যের পর আরও একবার বড়পর্দায় দর্শক দেখতে চলেছেন দেব-ইধিকা জুটিকে। সঙ্গে টলিউডের আরও এক জনপ্রিয় নায়িকা, তবে নেই রুক্মিণী মৈত্র! ক্রমশই ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত রঘু ডাকাত ছবি নিয়ে বাড়ছে প্রত্যাশা।

 

২০২১ সালে প্রথমবার এই ছবির ঘোষণা করা হলেও নানা কারণে ছবির শুটিং শুরু করা যায়নি। অবশেষে খুব শীঘ্রই শুরু হচ্ছে শুটিং। রঘু ডাকাতের চরিত্রে রয়েছেন স্বয়ং দেব। গুরুত্বপূর্ণ চরিত্রে দুই অভিনেত্রী ইধিকা পাল ও সোহিনী সরকার। দেবের প্রযোজনা সংস্থার ছবি মানেই রুক্মিণী মৈত্র তা যে নয়, আরও একবার বুঝিয়ে দিল এই ছবি। সমাজমাধ্যমে দুই নায়িকাকে নিয়ে ছবি পোস্ট করে এই সুখবর দিলেন দেব।

 


'খাদান'-এর মাধ্যমে প্রথমবার টলিউড পেয়েছে দেব-ইধিকা জুটিকে। এই জুটির দ্বিতীয় ছবি হতে চলেছে 'রঘু ডাকাত'। তবে সোহিনী সরকারের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন দেব। যদিও দুই নায়িকা কে কোন চরিত্রে তা এখনও ঘোষণা হয়নি। 

 


ধীরে ধীরে এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রদের প্রকাশ্যে আনছেন দেব। সরস্বতী পুজোর দিন হতে চলেছে ছবির মহরত। প্রায় চার বছর অপেক্ষার পর অবশেষে শুভ সূচনা হতে চলেছে এই ছবির। বাংলার বিভিন্ন জায়গা সহ মহারাষ্ট্রেও শুটিং হবে বলে খবর। 

 


ইতিমধ্যেই 'খাদান'-এর পাশাপাশি 'রঘু ডাকাত' নিয়েও কথা বলতে শুরু করেছেন দেব। দেবের কথায়, "২০২৭ -এ বাংলা ছবির বক্স অফিস ৫০ কোটি ছোঁবে। 'খাদান' দিয়ে তা অনেকদিন পর শুরু হয়েছে, 'রঘু ডাকাত'-এর টিজার দেখলে দর্শক তা বিশ্বাস করতে শুরু করবেন। খাদান কেও ছাপিয়ে যাবে এই ছবি।"