শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরির আসন্ন ছবি ‘ও রোমিও’ মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিটি নাকি কুখ্যাত চরিত্র হুসেন উস্তারা ও স্বপ্না-র গল্প থেকে অনুপ্রাণিত, এমন দাবি উঠতেই তীব্র আপত্তি জানিয়েছে উস্তারার পরিবার। বিশেষ করে তাঁর কন্যা সানোবর শেখ, যিনি অভিযোগ করেছেন, ছবিতে তাঁর বাবাকে অন্যায়ভাবে ‘গ্যাংস্টার’ হিসেবে দেখানো হয়েছে, যা তাঁর মতে সম্পূর্ণ মিথ্যে এবং বাবার উত্তরাধিকারকে কলুষিত করছে।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সানোবর স্পষ্ট জানিয়েছেন, তিনি কখনওই ছবির নির্মাতাদের হুমকি দেননি। বরং আইনি পথেই এগিয়েছেন। তাঁর দাবি, নির্মাতারা পরিবারের অনুমতি না নিয়েই তাঁর প্রয়াত বাবার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ছবি তৈরি করেছেন। “ওরা বলছে আমরা নাকি হুমকি দিয়েছি, ২ কোটি টাকা চেয়েছি! জানিয়ে রাখি এই পুরো ব্যাপারটাই ভুল। এগুলো ছবির প্রচারের জন্য বানানো গল্প। আমরা শুধু আইনি নোটিস পাঠিয়েছি,” বলেন সানোবর।

কেন এই আইনি নোটিস? সে প্রসঙ্গে সানোবর জানান, নির্মাতারা নিজেরাই বলছেন ছবিটি একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। “কিন্তু আমার বাবাকে এমনভাবে দেখানো হচ্ছে যেন তিনি ভীষণ নেতিবাচক, হিংস্র মানুষ ছিলেন। বাস্তবে তা নয়। এই ভুল উপস্থাপনার জন্য আমাদের পরিবার চরম সমস্যার মধ্যে পড়েছে,” বলেন তিনি। সানোবরের দাবি, ছবির ট্রেলার প্রকাশের পর থেকে পরিবার ক্রমাগত ফোন, মেসেজ ও ভিডিও পাচ্ছে। “ছবির চরিত্রের লোকজন সঙ্গে আমার বাবার তুলনা করছে। আমার বাবার ছবি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ব্যবহার করা হচ্ছে। এটা ভীষণ যন্ত্রণাদায়ক।” তিনি আরও বলেন, “এই আইনি নোটিস দেওয়ার একটাই উদ্দেশ্য, ভুল জিনিস প্রচার বন্ধ করা। বিনোদনের নামে কারও জীবনে অশান্তি তৈরি করা ঠিক নয়।”

 

নির্মাতারা যদিও দাবি করছেন, ‘ও রোমিও’ কোনও বায়োপিক বা ডকুমেন্টারি নয়, তবে সানোবর সেই যুক্তি মানতে নারাজ। তাঁর কথায়, “ঘটনাগুলো আমার বাবার জীবনের সঙ্গেই মেলে। চরিত্রের লুকও বাবার মতো। এখন মানুষ আমাদের জিজ্ঞেস করছে, এই কি সত্যি তাঁর জীবন? কতজনকে বোঝাব যে এটা বাবার গল্প নয়?”

 

সানোবর আরও অভিযোগ করেছেন, ছবিতে শাহিদ ও তৃপ্তির চরিত্রের মধ্যে যে রোমান্টিক সম্পর্ক দেখানো হচ্ছে, বাস্তবে তেমন কিছু ছিল না। “ওরা আমার বাবাকে হিংস্র মানুষ হিসেবে দেখাচ্ছে। অথচ তিনি ছিলেন শান্ত, নম্র। তিনি কোনও গ্যাংস্টার ছিলেন না। উল্টে, গ্যাংস্টার কালচার বন্ধ করতেই তিনি পুলিশের সঙ্গে কাজ করেছিলেন,” বলেন সানোবর। তিনি জানান, আগে গুগলে তাঁর বাবার নাম খুঁজলে এমন নেতিবাচক শব্দ দেখা যেত না। “এখন ‘গ্যাংস্টার’, ‘পেশাদার খুনে’ এমন শব্দ উঠে আসছে। এটা আমাদের জন্য ভীষণ কষ্টের।”

 

 

 

 

 

 

চলতি মাসের শুরুতেই ‘ও রোমিও’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে, যেখানে অ্যাকশন, হিংসা ও রোমান্সের ঝাঁঝালো ককটেল চোখে পড়ে। ছবিতে শাহিদ কাপুরকে দেখা যাবে এক বন্দুকবাজের ভূমিকায়। তবে নির্মাতা বা অভিনেতাদের তরফে এখনও স্পষ্ট করে বলা হয়নি, ছবিটি আদৌ হুসেন উস্তারার জীবন ও মৃত্যুর উপর ভিত্তি করে কি না।উল্লেখ্য, মুম্বইয়ের বাসিন্দা হুসেন উস্তারা এক সময় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিলেন।

 

‘ও রোমিও’ ছবিতে আরও অভিনয় করেছেন নানা পটেকর, বিক্রান্ত ম্যাসি, অবিনাশ তিওয়ারি, দিশা পাটানি এবং তৃপ্তি দিমরি। বিশাল ভরদ্বাজ ও রোহন নারুলা যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ছবি মুক্তি পাওয়ার কথা ১৩ ফেব্রুয়ারি।