স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। কম শো করার কারণ নিয়ে যখন ভক্তদের প্রশ্ন বাড়ছিল, তখনই সোশ্যাল মিডিয়ায় একের পর এক আপডেট দিয়ে নিজের অবস্থার কথা জানিয়েছিলেন তিনি। সেই আবহেই সাম্প্রতিক ট্যুর চলাকালীন মঞ্চে দাঁড়িয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন জাকির। জানালেন, লম্বা এক বিরতি নিচ্ছেন তিনি! আর সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

হায়দরাবাদে একটি শো চলাকালীন দর্শকদের উদ্দেশে আবেগঘন কণ্ঠে জাকির বলেন, “আমি আগামী অনেক, অনেকদিনের জন্য একটা বিরতি নিতে চলেছি। সম্ভবত ২০২৮–২৯ পর্যন্ত, এমনকী ২০৩০ সাল পর্যন্তও হতে পারে। তিন, চার বা পাঁচ বছরের ব্রেক, শুধু নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য আর কিছু বিষয় গুছিয়ে নেওয়ার জন্য। আজ এখানে যাঁরা উপস্থিত, তাঁরা প্রত্যেকেই আমার হৃদয়ের খুব কাছের। আপনাদের উপস্থিতির মানে আমার কাছে ভাষায় বোঝানো সম্ভব নয়। আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।”

 

ট্যুরের মাঝেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও এক বার ভক্তদের উদ্দেশে বার্তা দেন জাকির। সেখানে তিনি লেখেন, “২০ জুন পর্যন্ত নিজের প্রতিটা শো-ই আমার কাছে একেকটা একটা উদযাপন। এইবার সব শহরে যাওয়া সম্ভব হবে না, তাই একটু বাড়তি চেষ্টা করে শোগুলোতে আসুন। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।”

 

এর আগে একটি পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা স্পষ্টভাবে তুলে ধরেছিলেন জাকির। লিখেছিলেন,“গত ১০ বছর ধরে আমি লাগাতার ট্যুর করেছি। আপনাদের ভালবাসা পেয়ে নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করি, কিন্তু এতটা একটানা ট্যুর করা শরীরের পক্ষে মোটেও স্বাস্থ্যকর নয়। প্রতিদিন নতুন মানুষের প্রত্যাশা মেটানো, দিনে ২-৩টে শো, নির্ঘুম রাত, ভোরের ফ্লাইট, আর খাওয়ার কোনও নির্দিষ্ট সময় না থাকা...সব মিলিয়ে বলতে গেলে আমি প্রায় এক বছর ধরেই অসুস্থ। তবুও কাজ করতে হয়েছে, কারণ তখন সেটা জরুরি ছিল। যাঁরা জানেন, তাঁরা জানেন।”

 

মঞ্চে পারফর্ম করাই যে তাঁর সবচেয়ে বড় ভালবাসা, সেটাও স্বীকার করে নিয়েছেন জাকির। তবে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া যে এখন আর এড়ানো সম্ভব নয়, সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি। “মঞ্চে থাকতে আমি ভীষণ ভালবাসি কিন্তু হয়তো এবার একটু থামতে হবে। মন থেকে চাই না ঠিকই, এক বছর ধরেই ব্যাপারটা পিছিয়ে দিচ্ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই নিজেকে সামলে নেওয়া দরকার।”

 

 

জাকির খানের ‘পাপা ইয়ার’ ট্যুর শুরু হয়েছিল গত অক্টোবরে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলার কথা এই ট্যুর। ইতিমধ্যেই বরোদা, আমদাবাদ, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, ভোপাল, উদয়পুর, যোধপুর ও মাঙ্গালোর-সহ একাধিক শহরে শো করে ফেলেছেন তিনি।