বেশ কয়েক বছর আগেই প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেতা, বিধায়ক হিরণের, খবর ছিল এমনই।বিচ্ছেদের পর খড়্গপুরে বেশিরভাগ সময় কাটান অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ্ময় (হিরণ) চট্টোপাধ্যায়ে। অভিনয় জগৎ থেকে এখন অনেকটাই দূরে তিনি। বরং রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় তাঁকে।
তবে অনেকদিন ধরেই হিরণের জীবনে নতুন অধ্যায় শুরুর গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার এই গুঞ্জনে সিলমোহর দিলেন তিনি নিজেই। দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ। বেনারসে গিয়ে বিয়ে সেরেছেন তিনি। পাত্রীর নাম ঋত্বিকা গিরি। পেশায় মডেল তিনি। নিজেই সমাজমাধ্যমে ঋত্বিকার সঙ্গে বিয়ের ছবি ভাগ করেছেন হিরণ। যদিও নিজেই সেই ছবি পোস্ট করার কিছুক্ষণ পরে মুছে ফেলেন। কিন্তু ঝড়ের গতিতে ভাইরাল হয় হিরণের দ্বিতীয় বিয়ের ছবি।
স্বামীর বিয়ের ছবি দেখে হতবাক প্রথম স্ত্রী অনিন্দিতা। তিনি নাকি এই বিষয়ে কিছুই জানতেন না। শুধু তাই-ই নয়, অনিন্দিতা জানান হিরণের সঙ্গে তাঁর নাকি বিচ্ছেদ হয়নি। তাই হিসেবে মতো, হিন্দু ধর্মে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ না হলে দ্বিতীয় বিয়ে সম্ভব নয়। কিন্তু সেটাই করেছেন হিরণ। তবে এটা কি কোনও ছবির প্রচার? নাকি আসন্ন ভোটের জন্য নতুন প্রকারের ক্যাম্পেন? এখন এই প্রশ্ন ঘুরছে সমাজমাধ্যমে। যদিও হিরণের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য আসেনি। অন্যদিকে, আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কয়েক বছর আগে আমরা আলাদা থাকতাম ঠিকই, কিন্তু ক'দিন আগে আমরা আবার একসঙ্গেই ছিলাম। গত বছর নভেম্বরে মেয়ের জন্মদিন সেলিব্রেট করতে ব্যাংকক গিয়েছিলাম। আমাদের তো ডিভোর্স ফাইলই হয়নি। হিরণের এই বিয়েটা তো ইললিগাল। মেয়ের অবস্থা চোখে দেখা যাচ্ছে না। কোনও কথা বলছে না। বাবার এরকম খবর এলে কী করতে পারে একটা মেয়ে?"
অনিন্দিতা জানান হিরণের দাদা-বৌদির সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁর। ২৫ বছর বিবাহিত জীবনের পর হিরণের এই পদক্ষেপে তাঁরাও স্তম্ভিত। তিনি আরও বলেন, "ওই মেয়েটিকে খড়্গপুরের পার্টি অফিসে, প্রচারে আগেও দেখেছি। যখন যেতাম দেখতাম অনেক মেয়ের সঙ্গেই তো ও ঘুরঘুর করত। একটা আঁচ করতে পেরেছিলাম, কিন্তু হঠাৎ এরকম হবে বুঝতে পারিনি।"
অনেকেই বলছেন এটা প্রচারের মাধ্যম, এই বিষয়ে অনিন্দিতার জবাব, "জানি না ঠিক। পলিটিক্সটা তো ভাল বুঝি না। তবে এই ঘটনায় মানসিকভাবে খুব ক্ষতি হয়েছে আমার আর মেয়ের। আইনি পদক্ষেপ তো করবই।"
প্রথমে অনিন্দিতার সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে শোনা গিয়েছিল, এক তৃতীয় ব্যক্তির কারণে নাকি সম্পর্কে ভাঙন ধরেছিল তাঁদের। জানা গিয়েছিল, সেই কারণে অভিনেতা-রাজনীতিবিদের সঙ্গে সম্পর্ক রাখেন না তাঁদের একমাত্র মেয়েও। অবশ্য সেই সময় শোনা গিয়েছিল, খড়্গপুরে এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বিজেপির এই বিধায়ক। কিন্তু এবার তো অন্য কথা! সত্যিই কি প্রথম বিয়ে লুকিয়ে দ্বিতীয় বিয়ে সারলেন হিরণ? বিধায়ক, অভিনেতার মুখ খোলার অপেক্ষায় নেটিজেনরা।
