ওয়েব প্ল্যাটফর্মে এবার হৃতিক রোশনের নতুন চমক। প্রাইম ভিডিও সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের নতুন অরিজিনাল ড্রামা সিরিজ ‘স্টর্ম’, যা হবে একটি হাই-স্টেকস থ্রিলার, গল্পের পটভূমি হবে মুম্বই। সিরিজটি প্রযোজনা করবেন হৃতিক রোশন ও এশান রোশন, তাদের প্রযোজনা সংস্থা এইচআরএক্স ফিল্মস-এর ব্যানারে, যা ফিল্মক্রাফ্ট প্রোডাকশনস-এর অংশ।

 

এই সিরিজ হৃতিকের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়, কারণ এটি  স্ট্রিমিং স্পেসে প্রযোজক হিসেবে তাঁর প্রথম পদক্ষেপ। এই তারকা অভিনেতার সঙ্গে রয়েছে প্রখ্যাত নির্মাতা অজিতপাল সিং, যিনি সিরিজটির ক্রিয়েটর ও পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন।

 

গোটা বিষয়টি নিয়ে হৃতিক বললেন, “স্টর্ম আমাকে স্ট্রিমিং জগতে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করার নিখুঁত সুযোগ দিয়েছে। অজিতপালের তৈরি করা জগৎ আমাকে আকৃষ্ট করেছে—গল্প টাটকা, প্রচুর স্তর। এককথায় বেশ শক্তিশালী। গল্পের চরিত্রগুলো ফুটিয়ে তোলার জন্য অসাধারণ প্রতিভাধর অভিনেতারা থাকবেন। এই সিরিজ শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী দর্শকের হৃদয় ছুঁতে পারে।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by prime video IN (@primevideoin)