বলিউডে যখনই দুরন্ত নাচের কথা ওঠে, হৃতিক রোশনের নাম নিজে থেকেই উচ্চারিত হয় বলিউডপ্রেমীদের মুখে। হৃতিকের এবার সেই জনপ্রিয়তার সঙ্গে যুক্ত হল এক অন্য আবেগ। হৃতিক আর তাঁর দুই ছেলের একসঙ্গে মঞ্চ কাঁপানো মুহূর্ত। পারিবারিক বিয়ের আসরে ছেলেদের নিয়ে হৃতিকের জমজমাট নাচের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নেটিজেনদের মতে, “ডান্স র জিন” যে সত্যিই শরীরে থাকতে পারে, তার সবচেয়ে স্পষ্ট প্রমাণ হৃতিকের দুই ছেলে।

 

মুম্বইয়ে সদ্য অনুষ্ঠিত হয়েছে হৃতিকের খুড়তুতো ভাই ইশান রোশনের বিয়ের অনুষ্ঠান। সেখানেই ঘটে এই ঘটনা। বরপক্ষের হয়ে নাচের মুহূর্ত জমে ওঠে যখন একসঙ্গে স্টেজে নামেন হৃতিক রোশন, তাঁর দুই ছেলে  রেহান এবং হৃদান। শুরুতে বাবা-ছেলের নাচের কয়েকটি ছোট ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু মুহূর্তেই তা পরিণত হয় বিশাল আলোচনায়। বিশেষ করে গানের সুরের ছন্দে দুই ছেলের অসাধারণ তাল, মঞ্চে আত্মবিশ্বাসী উপস্থিতি এবং বাবার সঙ্গে তাদের নিখুঁত সিঙ্ক্রোনাইজেশন মুগ্ধ করেছে ভক্তদের।

 

২৫ ডিসেম্বর হৃতিক নিজেই নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে তাঁদের নাচের সেই ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে খানিক মজার ভঙ্গিতে লেখেন, “ ওদের সঙ্গে তাল মেলাতে আমাকেই মনে হচ্ছে আরও হালকা পায়ে নাচ শিখতে হবে!” তাঁর এই উষ্ণ লেখা ও নাচের মুহূর্ত ঝড় তুলেছে মন্তব্যে। দেখেশুনে অসংখ্য নেটিজেনদের মতো অভিনেত্রী প্রীতি জিন্টা লিখেছেন, “দেখে দারুণ লাগল!”

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hrithik Roshan (@hrithikroshan)