বলিউডের ‘গ্রিক গড’-এই তকমাটা হৃতিক রোশন পেয়েছেন একেবারেই যথার্থ কারণে। মুখচোখের কাটা কাটা গড়ন, তীক্ষ্ণ দৃষ্টি, নিখুঁত নাচের ভঙ্গি আর পর্দায় অদ্ভুত এক চৌম্বক উপস্থিতি সব মিলিয়ে ভারতীয় সিনেমায় তিনি আজও স্টাইল, ফিটনেস আর ক্যারিশমার এক অনন্য মানদণ্ড। তাঁর বয়স এখন ৫২। তবু হৃতিক যেন বয়সের সংজ্ঞাটাই বদলে দিচ্ছেন। ফিটনেস আর স্টাইল দুই বিষয়েই তিনি প্রমাণ করে চলেছেন, বয়স কোনও বাধা নয়। আর সেই কারণেই তাঁর সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে এখন তোলপাড় নেটদুনিয়া।

ইন্টারনেটে যখন ‘২০২৬ ইজ দ্য নিউ ২০১৬’ ট্রেন্ড ঝড় তুলেছে, ঠিক সেই আবহেই হৃতিক ভাগ করে নিলেন একগুচ্ছ থ্রোব্যাক জিম ছবি। ছবিগুলোতে কখনও ফ্লেক্স করা বাইসেপস, কখনও নিখুঁতভাবে ছাঁটা আপার বডি পুরোদস্তুর প্রফেশনালের মতোই নিজেকে মেলে ধরেছেন ‘কৃষ’ তারকা।

এই ছবিগুলোর টাইমলাইনও কম চমকপ্রদ নয়। ১৯৮৪ সাল থেকে শুরু করে একেবারে ২০২৬-এর সাম্প্রতিক ফ্রেম, সব মিলিয়ে হৃতিকের দীর্ঘ ফিটনেস যাত্রার এক অনুপ্রেরণামূলক ঝলক। এমনকি একটি শৈশবের ছবিও রয়েছে, যেখানে ছোট্ট হৃতিক নিজের ‘টিনি বাইসেপস’ দেখাচ্ছেন। যেন বুঝিয়ে দিচ্ছেন ফিটনেসের প্রতি তাঁর টান শুরু হয়েছিল তারকা হওয়ার অনেক আগেই।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hrithik Roshan (@hrithikroshan)