বলিউডের ‘গ্রিক গড’-এই তকমাটা হৃতিক রোশন পেয়েছেন একেবারেই যথার্থ কারণে। মুখচোখের কাটা কাটা গড়ন, তীক্ষ্ণ দৃষ্টি, নিখুঁত নাচের ভঙ্গি আর পর্দায় অদ্ভুত এক চৌম্বক উপস্থিতি সব মিলিয়ে ভারতীয় সিনেমায় তিনি আজও স্টাইল, ফিটনেস আর ক্যারিশমার এক অনন্য মানদণ্ড। তাঁর বয়স এখন ৫২। তবু হৃতিক যেন বয়সের সংজ্ঞাটাই বদলে দিচ্ছেন। ফিটনেস আর স্টাইল দুই বিষয়েই তিনি প্রমাণ করে চলেছেন, বয়স কোনও বাধা নয়। আর সেই কারণেই তাঁর সাম্প্রতিক একটি পোস্ট ঘিরে এখন তোলপাড় নেটদুনিয়া।
ইন্টারনেটে যখন ‘২০২৬ ইজ দ্য নিউ ২০১৬’ ট্রেন্ড ঝড় তুলেছে, ঠিক সেই আবহেই হৃতিক ভাগ করে নিলেন একগুচ্ছ থ্রোব্যাক জিম ছবি। ছবিগুলোতে কখনও ফ্লেক্স করা বাইসেপস, কখনও নিখুঁতভাবে ছাঁটা আপার বডি পুরোদস্তুর প্রফেশনালের মতোই নিজেকে মেলে ধরেছেন ‘কৃষ’ তারকা।
এই ছবিগুলোর টাইমলাইনও কম চমকপ্রদ নয়। ১৯৮৪ সাল থেকে শুরু করে একেবারে ২০২৬-এর সাম্প্রতিক ফ্রেম, সব মিলিয়ে হৃতিকের দীর্ঘ ফিটনেস যাত্রার এক অনুপ্রেরণামূলক ঝলক। এমনকি একটি শৈশবের ছবিও রয়েছে, যেখানে ছোট্ট হৃতিক নিজের ‘টিনি বাইসেপস’ দেখাচ্ছেন। যেন বুঝিয়ে দিচ্ছেন ফিটনেসের প্রতি তাঁর টান শুরু হয়েছিল তারকা হওয়ার অনেক আগেই।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Hrithik Roshan (@hrithikroshan)
এই ছবিগুলোর সঙ্গে একটি মজার ক্যাপশনও দিয়েছেন হৃতিক। লিখেছেন, “যত বইই পড়ি, জীবনকে যত গভীরভাবে বুঝতে শিখি না কেন, ‘বলিউড বাইসেপস’-এর প্রতি এই হার্ডওয়্যার্ড মোহটা কিছুতেই যাচ্ছে না। আশা করি কোনও একদিন এর থেকে মুক্তি পাব। আমার জন্য প্রার্থনা করুন।” এই ছবি পোস্ট হতেই উপচে পড়ে অনুরাগীদের ভালোবাসা। কমেন্ট সেকশন ভরে ওঠে প্রশংসায়। এক ভক্ত লেখেন, “ বয়স বাড়ছে সুন্দর হচ্ছেন, চলুক চলুক!!” আর এক জনের মন্তব্য, “কহো না পেয়ার হ্যায়-এর পর থেকে বাইসেপস একই আছে। তুমিই সেরা!”
অনেকেই আবার বিভ্রান্ত কোন ছবিটা আসলে সাম্প্রতিক, সেটা বোঝাই মুশকিল। এক ভক্তের কথায়, “এখনও খুঁজে চলেছি কোনটা সাম্প্রতিক ছবি।”আর এক জন যোগ করেন, “মানে সত্যিই একটা ছবি কি গতকালের? বিশ্বাসই হচ্ছে না, সব ক’টাই যেন তিরিশের কোঠার।” আরেকটি সংক্ষিপ্ত মন্তব্যেই সবটা ধরা পড়েছে “গ্রিক গড, কারণ তো আছেই।”
চলতি বছরের ১৪ জানুয়ারি, ২০২৬-এ বলিউডে ২৬ বছর পূর্ণ করলেন হৃতিক রোশন। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কহো না… পেয়ার হ্যায়’ তাঁকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। বক্স অফিস কাঁপানো সেই ডেবিউয়ের পর টানা দু'দশকেরও বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে নিজের জায়গা পাকা করেছেন। এবার কেরিয়ারের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন হৃতিক। অভিনয়ের পাশাপাশি এবার ক্যামেরার পিছনেও দেখা যাবে তাঁকে। কিছু মাস আগেই পরিচালক রাকেশ রোশন ঘোষণা করেন, ‘কৃষ ৪’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি হবে হৃতিকের। যদিও ছবিটি নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।
ব্যক্তিগত জীবনেও হৃতিক এখন আলোচনায়। তিনি বর্তমানে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এর আগে সুজান খানকে বিয়ে করেছিলেন তিনি। সেই দাম্পত্যে তাঁদের দুই ছেলে রেহান ও হৃদান।
সব মিলিয়ে, বয়স, সময় কিংবা ট্রেন্ড কোনও কিছুকেই তোয়াক্কা না করে হৃতিক রোশন আজও নিজের জায়গায় অটল। আর সেই কারণেই তিনি আজও বলিউডের ‘গ্রিক গড’।