সংবাদসংস্থা মুম্বই: যশরাজের 'স্পাই ইউনিভার্স'-এর গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে 'ওয়ার ২ '। ছবিতে খলচরিত্রে অভিনয় করছেন 'আরআরআর' ছবি খ্যাত দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর। মাসখানেক আগেই শেষ হয়েছিল ছবির প্রথম দফার শুটিং। এবার জমিয়ে শুরু হল দ্বিতীয় দফার। 

জোর খবর, হৃতিক রোশন যোগ দিয়েছেন 'ওয়ার ২'-এর শুটিংয়ে। গায়ে কাঁটা দেওয়া স্টান্ট সহ চোখধাঁধানো অ্যাকশন দৃশ্যের শুটিং শুরু করতে চলেছেন এই বলি-তারকা। সূত্রের খবর, ছবির প্রথম দফার শুটেও হলিউড ঘরানার অ্যাকশন দৃশ্যের শুট সেরেছেন হৃতিক এবং জুনিয়র এনটিআর। এবারেও যে তার অন্যথা হবে না সেকথাও হলফ করে বলা যায়। জোর গলায় ওই সূত্র আরও জানিয়েছে, চলতি দফার প্রায় পুরো সময় জুড়ে শুটিং চলবে ছবির অ্যাকশন দৃশ্যগুলির। জানা গিয়েছে আর কয়েক দিনের মধ্যেই সেটে হাজির হয়ে যাবেন 'আরআরআর' অভিনেতাও। 

ছবি ঘনিষ্ঠ অন্য এক সূত্রের খবর অনুযায়ী, " ছবির দ্বিতীয় পর্বের এই শুট এক জমজমাট অ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে ইতিমধ্যেই নাকি শুরু করে দিয়েছেন হৃতিক। দৃশ্যটির ব্যাপ্তি এতটাই বড় ও গুরুত্বপূর্ণ যে আগামী সাতদিন ধরে স্রেফ ওই দৃশ্যেরই শুটিং সারবেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। অ্যাকশনের দৃশ্যটির প্রতিটি খুঁটিনাটি বিষয় যেন নিখুঁত থাকে, তার জন্যেই এত কসরৎ অয়নের। 
 
আরও জানা গেল, 'ওয়ার ২'তে হৃতিক এবং এনটিআর-এর প্রবেশের দৃশ্য এই পর্বের শুটিংয়েই সারা হবে। পর্দায় সেই দৃশ্য দেখে দর্শক যে প্রেক্ষাগৃহে সিটি ও হাততালিতে ভরিয়ে দেবে, সেকথাও জোর গলায় জানিয়েছে ওই সূত্র। 'পাঠান'রূপী শাহরুখ খানকেও কি এই ছবিতে দেখতে পাবেন দর্শক? সেই প্রশ্নে অবশ্য মুখে কুলুপ এঁটেছে এই সূত্র।

উল্লেখ্য,‌ সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ২০১৯ সালে মুক্তি পেয়েছিল 'ওয়ার'। ছবিতে হৃতিক রোশন ও টাইগার শ্রফের জুটিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন দর্শক। যার ফলে, অল্প কয়েকদিনের মধ্যেই বক্স অফিসে ৩০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছিল 'ওয়ার'।