নিজস্ব সংবাদদাতা: চেনা শাড়ি-গয়না, কোমর অবধি ছড়ানো চুল উধাও! ব্লেজার, জিনস আর কাঁধ পর্যন্ত ছাঁটা হেয়ারস্টাইলে এ কোন রূপে ধরা দিলেন স্টার জলসার 'কথা' ধারাবাহিকের সুস্মিতা দে? তাঁকে দেখে কী বললেন 'এভি' সাহেব ভট্টাচার্য?
মামাকে হারিয়েছে কথা। কিন্তু সে জানে না কে বা কারা তাঁর মামার মৃত্যুর জন্য দায়ী। সেই মৃত্যু কী স্বাভাবিক নাকি কোনও ষড়যন্ত্র ? সেই নিয়ে অনেক দিন ধরেই দিশেহারা ছিল কথা। এবার দোষীকে ধরতে ছদ্মবেশ নিল সে। কোমর অবধি লম্বা চুল ছেঁটে ফেলে সম্পূর্ণ নতুন অবতারে ধরা দিল সে। পরনে জিনস, ব্লেজার , চোখে কেতাদুরস্ত রোদচশমা। ছদ্মবেশে কথাকে দেখে কী বলল এভি?
আজকাল ডট ইন এর প্রশ্নে সুস্মিতার হাসিমাখা জবাব, ''এভির একটাই চিন্তা ছিল। অত বড় হিল পরে শট দেওয়ার সময় যেন পড়ে না যায়। ''
দুষ্টু মিষ্টি সম্পর্ক কথা-এভির। সেটে খুনসুটি লেগেই থাকে।
তবে মামার খুনিকে ধরতে কতদূর যাবে কথা? সেখানে কী নতুন কোনও বিপদের মুখে পড়বে সে? আসছে 'কথা' ধারাবাহিকের মোড় ঘোরানো এক সপ্তাহ। জানতে চোখ রাখুন স্টার জলসায়। সন্ধে ৭টায়।
মামাকে হারিয়েছে কথা। কিন্তু সে জানে না কে বা কারা তাঁর মামার মৃত্যুর জন্য দায়ী। সেই মৃত্যু কী স্বাভাবিক নাকি কোনও ষড়যন্ত্র ? সেই নিয়ে অনেক দিন ধরেই দিশেহারা ছিল কথা। এবার দোষীকে ধরতে ছদ্মবেশ নিল সে। কোমর অবধি লম্বা চুল ছেঁটে ফেলে সম্পূর্ণ নতুন অবতারে ধরা দিল সে। পরনে জিনস, ব্লেজার , চোখে কেতাদুরস্ত রোদচশমা। ছদ্মবেশে কথাকে দেখে কী বলল এভি?
আজকাল ডট ইন এর প্রশ্নে সুস্মিতার হাসিমাখা জবাব, ''এভির একটাই চিন্তা ছিল। অত বড় হিল পরে শট দেওয়ার সময় যেন পড়ে না যায়। ''
দুষ্টু মিষ্টি সম্পর্ক কথা-এভির। সেটে খুনসুটি লেগেই থাকে।
তবে মামার খুনিকে ধরতে কতদূর যাবে কথা? সেখানে কী নতুন কোনও বিপদের মুখে পড়বে সে? আসছে 'কথা' ধারাবাহিকের মোড় ঘোরানো এক সপ্তাহ। জানতে চোখ রাখুন স্টার জলসায়। সন্ধে ৭টায়।
