ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার ঘরে সদ্য এসেছে দ্বিতীয় সন্তান। তবে দ্বিতীয়বারের মাতৃত্বের পথ মোটেও সহজ ছিল না কৌতুকশিল্পীর জন্য। সন্তান জন্মের আগে হঠাৎই ওয়াটার ব্যাগ ফেটে যাওয়ার ঘটনায় চরম আতঙ্কে ভেঙে পড়েছিলেন ভারতী। আর সেই অভিজ্ঞতা এতটাই নাড়িয়ে দিয়েছে হর্ষকে, যে এখন আর তৃতীয় সন্তানের কথা ভাবতেই রাজি নন তিনি।
সম্প্রতি নিজেদের ইউটিউব চ্যানেলে একটি ভ্লগ শেয়ার করেছেন ভারতী ও হর্ষ। সেখানে সন্তান জন্মের পর হাসপাতালের বিছানায় শুয়ে নিজের অনুভূতির কথা জানান ভারতী। তিনি বলেন, খুব তাড়াতাড়ি তাঁর দ্বিতীয় সন্তানকে কোলে নিতে চান। পাশাপাশি মজা করে জানান, ভবিষ্যতে আর সন্তান না নেওয়ার প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছেন। হর্ষ যদিও তাঁকে খুনসুটি করে বলেন, সময়ের সঙ্গে মত বদলাতেই পারেন তিনি।
ভ্লগে ভারতী আরও জানান, হর্ষ আসলে কন্যাসন্তানের আশায় আরও সন্তান চাইছিলেন। তবে সেই প্রসঙ্গেই হর্ষ স্পষ্ট করে দেন, তিনি আর ঝুঁকি নিতে চান না। স্ত্রীর যন্ত্রণা নিজের চোখে দেখার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। হর্ষের কথায়, “এখন আর না। আমি তোকে আর কষ্টে দেখতে পারি না। আমার মনে হয়, দু’টি সন্তানই যথেষ্ট।”
এর আগের একটি ভ্লগে ভারতী ভেঙে পড়ে জানান, সন্তান জন্মের আগের রাত থেকেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। ভোরের দিকে হঠাৎ ওয়াটার ব্যাগ ফাটতেই পরিস্থিতি বদলে যায়। আতঙ্কে কাঁপতে থাকেন ভারতী। তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে দেখেন সব ভিজে গিয়েছে। কাপড়, বিছানা। তখনই চিকিৎসককে ফোন করলে তাঁকে দ্রুত হাসপাতালে পৌঁছতে বলা হয়।
ভারতীর কথায়, “সকাল ছ’টা নাগাদ হঠাৎ সব ভিজে গেল। ডাক্তারকে ফোন করতেই বললেন, ওয়াটার ব্যাগ ফেটে গিয়েছে, এখনই হাসপাতালে যেতে হবে। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। শরীর কাঁপছিল। কী হবে বুঝতে পারছিলাম না। সবাইকে ডেকে তুললাম। শুধু প্রার্থনা করছিলাম, যেন সব ঠিক থাকে।”
গত ১৬ নভেম্বর ভারতীর জন্য একটি বেবি শাওয়ারের আয়োজন করা হয়। অভিনেত্রী জান্নাত জুবেইর ইনস্টাগ্রামে সেই অনুষ্ঠানের ছবি শেয়ার করেন। নীল রঙের লম্বা পোশাকে বেবি বাম্প নিয়ে হাসিমুখে ধরা দেন ভারতী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজস্বী প্রকাশ, জ্যাসমিন ভাসিন, আলি গনি-সহ আরও অনেক ঘনিষ্ঠ বন্ধু।
দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা যে ভারতী ও হর্ষ, দু’জনের জীবনেই গভীর ছাপ ফেলেছে, তা তাঁদের কথাতেই স্পষ্ট। বিশেষ করে প্রসবযন্ত্রণার সেই ভয়ংকর মুহূর্ত হর্ষের মনে এমন দাগ কেটেছে যে, আপাতত পরিবার বড় করার ভাবনা থেকে অনেকটাই সরে এসেছেন তিনি।
