কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন ২০২৬-এর জানুয়ারিতে গায়ক স্টেবিন বেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। এই জুটি যদিও এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা করেনি এবং এতদিন নিজেদের ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলেই পরিচয় দিয়ে এসেছে। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে তিন দিনের। ৯, ১০ ও ১১ জানুয়ারি। মূল বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা ১১ জানুয়ারি।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বিয়ে অত্যন্ত ব্যক্তিগত হলেও আয়োজনের দিক হবে থেকে বেশ জাঁকজমকপূর্ণ। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই অনুষ্ঠান সীমাবদ্ধ রাখা হবে। চলচ্চিত্র ও সঙ্গীত জগতের খুব অল্প কয়েকজনকেই আমন্ত্রণ জানানো হবে, ফলে উদযাপনটি হবে মূলত ঘরোয়া আবহে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নূপুর এবং স্টেবিন দু’জনেই চেয়েছিলেন তাঁদের বিয়েটা যেন খুব ব্যক্তিগত হয়। বড় কোনও ইন্ডাস্ট্রি জমায়েত নয়, বরং পরিবার ও বহুদিনের কাছের মানুষদের সঙ্গেই এই বিশেষ দিন কাটাতে চান তাঁরা।
জানা গিয়েছে, উদয়পুরে সেই বিয়ের অনুষ্ঠানে বিনোদন জগতের খুব কম মানুষই উপস্থিত থাকবেন। তবে ইন্ডাস্ট্রির সহকর্মী ও পরিচিতদের জন্য মুম্বইয়ে আলাদা করে একটি রিসেপশনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে নূপুর ও স্টেবিনের। সেই রিসেপশনটি হওয়ার কথা ১৩ জানুয়ারি।
চলতি বছরের অক্টোবর মাসে নূপুরের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে স্টেবিন বেন জানিয়েছিলেন, তিনি তখনও সিঙ্গল এবং কোনও সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। বিয়ের গুঞ্জন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে গায়ক বলেন, ইন্ডাস্ট্রিতে মানুষ সবসময় আলোচনার বিষয় খোঁজে, তাই এসব নিয়ে তিনি খুব একটা ভাবিত নন। যতক্ষণ না সেই আলোচনা তাঁর ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করছে, ততক্ষণ তিনি এতে কোনও সমস্যা দেখেন না বলেও জানান স্টেবিন।
অন্য দিকে বলিউডের অন্দরে গুঞ্জন, ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন কৃতী। তবে দু’জনেই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে তাঁদের বেড়াতে যাওয়ার ছবি এবং ভিডিও প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়।
গত বছর, কৃতী এবং কবীরকে দুবাইয়ে একসঙ্গে বড়দিন উদযাপন করতে দেখা গিয়েছিল। একটি ভাইরাল ভিডিওয় দেখা যায়, যে তাঁরা দু’জনেই ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ গানে নাচছেন। সেই দৃশ্য জল্পনার পালে আরও হাওয়া দেয়। তবে আপাতত বোনের জীবনের নতুন শুরু নিয়ে ব্যস্ত কৃতী।
