৭ নভেম্বর, শুক্রবার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ক্যাটরিনা কাইফ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। অভিনেত্রী এবং তাঁর সদ্যজাত সন্তানের স্বাস্থ্যের খবর জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শুক্রবার হাসপাতাল থেকে এই সংক্রান্ত একটি হেলথ আপডেট শেয়ার করা হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্য সূত্রে খবর অনুযায়ী, হাসপাতাল জানিয়েছে, “অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল শুক্রবার সকালে এইচএন রিলায়েন্স হাসপাতালে আশীর্বাদরূপে এক পুত্রসন্তান পেয়েছেন। ক্যাটরিনা এবং শিশু উভয়েই সুস্থ। মায়ের এবং সদ্যোজাতর শারীরিক অবস্থা স্থিতিশীল।” সংবাদ অনুযায়ী, ভিকি-ক্যাটরিনার সন্তান শুক্রবার সকাল ৮:২৩:১৮ মিনিটে জন্মগ্রহণ করেছে।
এখনও জানানো হয়নি কখন ক্যাটরিনাকে হাসপাতাল থেকে ছাড়া হবে। তারা জানিয়েছে, সদ্য মা হওয়া ছাড়ার কোনও পরিকল্পনা এখনও নেই।
ক্যাটরিনা এবং ভিকি যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় শিশুর আগমন প্রকাশ করেছেন। তারা লিখেছেন, ‘আমাদের আনন্দের ঝুড়ি এসেছে। অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের ছেলে শিশুকে স্বাগত জানাই।’ এখন পর্যন্ত তারা সন্তানের নাম প্রকাশ করেননি।
আনন্দের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন তারকা তাঁদের অভিনন্দন জানিয়েছেন। রাজকুমার রাও লিখেছেন, ‘হৃদয়ের গভীর থেকে অভিনন্দন। এটি সবচেয়ে সুন্দর অনুভূতি। ঈশ্বর তোমাদের এবং ছোট্ট শিশুটিকে আশীর্বাদ করুন।’
করিনা কাপুর খান বিশেষ একটি শুভেচ্ছা বার্তা পাঠান ক্যাটরিনার জন্য। তিনি ‘পুত্র সন্তানদের মায়েদের ক্লাব’-এ স্বাগত জানালেন ক্যাটরিনাকে। পাঠালেন শুভেচ্ছাও। বলিউডের ‘পু’ এদিন এই সুখবর শুনেই লেখেন, ‘ক্যাট, পুত্র সন্তানদের মায়েদের ক্লাবে তোমায় স্বাগত। তোমার আর ভিকির জন্য খুব খুশি।’ কেবল করিনা নন, প্রিয়াঙ্কা চোপড়া-সহ কৃতি শ্যানন আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
ভূমি পেডনেকর লেখেন, ‘শুভেচ্ছা।’ ক্যাটরিনা এবং ভিকিকে ভালবাসা জানিয়ে কৃতি লেখেন, ‘তোমাদের দু’জনকেই শুভেচ্ছা। আর এই নতুন অধ্যায়ের জন্য অনেক অনেক ভালবাসা।’ অস্কারজয়ী পরিচালক গুণিত মোঙ্গা লেখেন, ‘অনেক শুভেচ্ছা। ভালবাসা এবং আশীর্বাদ নিও।’ প্রিয়াঙ্কা চোপড়া এদিন ভিকির করা পোস্টটি শেয়ার করে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘শুভেচ্ছা ক্যাটরিনা, ভিকি।’
ক্যাটরিনা এবং ভিকির ঘরে নতুন অতিথি আসার আনন্দ শুধু তাঁদের ব্যক্তিগত জীবনকে নয়, বরং পুরো পরিবারকে আনন্দে ভরিয়ে দিয়েছে। সন্তানের আগমন তাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে তাঁরা মা-বাবা হিসাবে নতুন দায়িত্ব পেলেন। এই নতুন জীবনের শুরুতে প্রতিটি মুহূর্তই বিশেষ হয়ে উঠবে।
