তাঁর মুখে যেন লাগাম নেই! ভরা কনসার্টে সঙ্গম, যৌনতা নিয়ে দর্শকদের খুল্লাম খুল্লা টিপস দিলেন হানি সিং। বর্তমানে তাঁর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
কী ঘটেছে? সম্প্রতি দিল্লিতে হানি সিংয়ের একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। সেখানেই যৌনতা বেফাঁস মন্তব্য করে বসেন এই ভারতীয় র্যাপার, একই সঙ্গে এই বিষয়ে দর্শকদের দেন পরামর্শ। সকলেই জানেন এই বছর দিল্লিতে কী ভীষণ ঠান্ডা পড়েছে। বিশেষ করে গত কয়েক দিনে। সেই হাড় কাঁপানো ঠান্ডায় খোলা জায়গায় শো করতে গিয়েই হানি সিং বলেন দিল্লির এই ঠান্ডা বড্ড কষ্টকর। তবে তার আগে তাঁকে রীতিমত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।
এখানেই থেমে থাকেননি হানি সিং। তিনি দর্শকদের এই ঠান্ডার রাতে সঙ্গম করার পরামর্শও দেন। বলেন, 'শীতের রাতে গাড়িতে সেক্স করার মজাই আলাদা।' তাঁর এই কথা শুনে হইচই পড়ে যায় দর্শকদের মধ্যে। সেই চিৎকার থামতেই গায়ক পুনরায় ভক্তদের সঙ্গম নিয়ে পরামর্শ দিয়ে বলে ওঠেন, তাঁরা যেন এই কাজে অবশ্যই কনডম ব্যবহার করেন। তবেই নিরাপদে থাকবেন।
হানি সিংয়ের এই মন্তব্য বর্তমানে ইনস্টাগ্রাম সহ অন্যান্য সমাজমাধ্যমে ভাইরাল। ছিছিকার পড়ে গিয়েছে। ভাইরাল ভিডিওর কমেন্ট সেকশনেই হানি সিংকে তুলোধোনা করছেন নেটিজেনরা। কেউ কেউ আবার তাঁর কথা বলার ধরনে মজা পেয়েছেন।
এক ব্যক্তি লেখেন, 'বয়স বাড়লে শীতের রাতে ভীমরতি হওয়া স্বাভাবিক।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'মোটা টাকা উপার্জন করলেই কি হয়? ক্লাস কী সেটা কথা, আচরণে কখনও না কখনও ঠিকই প্রকাশ পায়।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনার থেকে এটা প্রত্যাশা করিনি।' অনেকেই মন্তব্য করেছেন যে সেই আগের 'নেশাখোর' হানি সিং ফিরে এসেছে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২৩-২৪ সালে প্রায় ১৮ মাস লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন হানি সিং। অনেকেই মনে করেছিলেন তিনি নেশা ছাড়ানো কোনও কেন্দ্রে রয়েছেন। যদিও পরবর্তীতে সেই জল্পনা উড়িয়ে দেন হানি সিং। জানান তিনি বাড়িতেই, একা, নিজের চেষ্টায় নেশা ছেড়েছেন। সুস্থ হওয়ার পর চেনা ট্র্যাকে ফিরছিলেন ধীরে ধীরে। আবারও শো, গান নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন। বিগত কয়েক মাসে তাঁকে নিয়ে কোনও বিতর্ক শোনা যায়নি। কিন্তু এদিন যেন সেই অতীতের নেশাগ্রস্ত হানি সিংয়ের প্রতিচ্ছবি মন পড়ে গেল নেটপাড়ার।
