সম্প্রতি দিল্লির একটি কনসার্টে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন হানি সিং। দর্শকদের শীতের রাতে গাড়িতে সঙ্গম করার বুদ্ধি দেন। একই সঙ্গে টিপস দিয়ে বলেন সেই সময় যেন সকলে কনডমের ব্যবহার করেন। তাঁর সেই বক্তব্য নিমেষে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা রীতিমত কটাক্ষ করেছেন তাঁকে। বইছে সমালোচনার বন্যা। এই ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন হানি সিং।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চান হানি সিং। সঙ্গে জারি করেন একটি বিজ্ঞপ্তি। তিনি তাঁর এই ভিডিওতে বলেন, "সকাল থেকে ইনস্টাগ্রামে আমার একটা ভিডিও ইনস্টাগ্রামে খুব ভাইরাল হয়েছে। অনেকেই সেটাকে হাইলাইট করছেন। কারও কারও ভিডিওটা আপত্তিজনক লেগেছে। কিন্তু আমি গোটা ঘটনাটা কী ঘটেছিল সেটা জানাতে চাই।"
তিনি ব্যাখ্যা করে বলেন, "আমি নানকুর করণের শোতে অতিথি হিসেবে গিয়েছিলাম। এই অনুষ্ঠানের দুদিন আগেই আমার কিছু গাইনকলজিস্ট এবং সেক্সোলজিস্টের সঙ্গে লাঞ্চ ছিল। তো ওঁদের সঙ্গে আমার আলোচনা হয়েছিল, ওঁরা আমাকে বলেছিল যে আজকাল যুবক যুবতীদের মধ্যে যৌন সংক্রমণের রোগ বা সেক্স্যুয়াল ট্রান্সমিটেড রোগ অনেক বেড়ে গিয়েছে। অনেকে আজকাল অসুরক্ষিত সেক্স করছেন। ওই শোতে গিয়ে আমি যখন জেন জি দর্শক দেখলাম, ভাবলাম আমি ওঁদেরকে ওঁদের ভাষাতেই একটা বার্তা দিয়ে যাই, যে আনপ্রোটেক্টেড সেক্স যেন না করেন, কনডমের ব্যবহার করেন। আমি ভেবেছিলাম আজকালকার ওটিটিতে যে ভাষা ব্যবহার করা হয় তাতে কথা বলব, যাতে ওঁরা আমার কথা আরও ভাল করে বুঝতে পারেন।"
তবে তাঁর ভাবনা যে ব্যাকফায়ার করেছে সেটা স্পষ্ট। তাই তাঁর বক্তব্য নিয়ে হইচই শুরু হতেই হানি সিং ক্ষমা চেয়ে বলেন, "আমার বলার ধরন, কথা অনেকের খারাপ লেগেছে। আমি তাই ক্ষমা চাইছি। আমি কাউকে আঘাত করতে চাইনি। মানুষ মাত্রই ভুল হয়, আমি চেষ্টা করব, আগামীতে যেন আর এই ভুল না হয়।"
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ২০২৩-২৪ সালে প্রায় ১৮ মাস লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন হানি সিং। অনেকেই মনে করেছিলেন তিনি নেশা ছাড়ানো কোনও কেন্দ্রে রয়েছেন। যদিও পরবর্তীতে সেই জল্পনা উড়িয়ে দেন হানি সিং। জানান তিনি বাড়িতেই, একা, নিজের চেষ্টায় নেশা ছেড়েছেন। সুস্থ হওয়ার পর চেনা ট্র্যাকে ফিরছিলেন ধীরে ধীরে। আবারও শো, গান নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন। বিগত কয়েক মাসে তাঁকে নিয়ে কোনও বিতর্ক শোনা যায়নি। কিন্তু এদিন যেন সেই অতীতের নেশাগ্রস্ত হানি সিংয়ের প্রতিচ্ছবি মন পড়ে গেল নেটপাড়ার।
