আজকাল ওয়েব ডেস্ক: হলিউডের স্মরণীয় চরিত্রগুলোর মধ্যে যিনি বারবার আলো ছড়িয়েছেন— ‘ব্যাটম্যান ফরএভার’-এর ব্রুস ওয়েন, ‘দ্য ডোর্স’-এর জিম মরিসন কিংবা ‘টপ গান’-এর আইসম্যান— সেই অভিনেতা ভ্যাল কিলমার আর নেই। ১লা এপ্রিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মেয়ে মার্সিডিস কিলমার দ্য নিউ ইয়র্ক টাইমস-কে খবরটি নিশ্চিত করেছেন। ২০১৫ সালে তাঁর গলায় ক্যানসার ধরা পড়ার পর দীর্ঘ লড়াই চালিয়ে সুস্থ হলেও সাম্প্রতিক শারীরিক জটিলতার কারণে তিনি লাইমলাইট থেকে দূরে ছিলেন।
কিলমারের অভিনয় মানেই এক আলাদা আকর্ষণ! ১৯৯৩ সালে 'টুম্বস্টোন'-এ ডক হলিডে চরিত্রে তাঁর পারফরম্যান্স আজও কালজয়ী। এরপর ১৯৯৫ সালে পরপর দু'টি বিশাল হিট দেন— ‘হিট’, যেখানে স্ক্রিন শেয়ার করেন আল পাচিনো ও রবার্ট ডি নিরোর সঙ্গে, এবং 'ব্যাটম্যান ফরএভার', যেখানে তিনি গথামের রাত্রির রক্ষক হয়ে উঠেছিলেন।
২০২১ সালের ডকুমেন্টারি 'ভ্যাল'-এ কিলমার প্রথমবারের মতো তাঁর ক্যানসার-এর বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মুখ খোলেন। তিনি জানান, কেমোথেরাপি, রেডিয়েশন এবং ট্র্যাকিওস্টমির পর তাঁর কণ্ঠ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু অভিনয়ের প্রতি তাঁর ভালবাসা একটুও কমেনি! তবে বিদায়ের আগে এক আবেগঘন রি-এন্ট্রি ছিল তাঁর— ২০২২ সালে ‘টপ গান: ম্যাভেরিক’-এ টম ক্রুজের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। টম ক্রুজ সে অভিজ্ঞতা নিয়ে বলেছিলেন, “ওই মুহূর্তটা সত্যিই আবেগঘন ছিল। ভ্যাল এতটাই শক্তিশালী অভিনেতা যে ক্যামেরার সামনে এলেই চরিত্র হয়ে ওঠে।”
ভ্যাল কিলমারের চলে যাওয়া সিনেমার দুনিয়ার জন্য এক বিশাল শূন্যতা, তবে তাঁর অনবদ্য চরিত্রগুলো তাঁকে অনন্তকাল জীবিত রাখবে।
