সময়ের হিসেব মেনে বহু ধারাবাহিক শুরু হয় আবার শেষও হয়ে যায়। তবে কিছু ধারাবাহিকের গল্প দর্শকের মনে চিরকালীন জায়গা করে নেয়। সেই সঙ্গে গল্পের জুটিকেও ভালবাসায় ভরিয়ে দেন অনুরাগীরা। ঠিক এমনই স্টার জলসার 'মন ফাগুন'কেও দর্শক দারুণ ভালবাসা দিয়েছিলেন। আজও দর্শক মনে জায়গা করে আছে 'ঋষি-পিহু'। এই চরিত্রে দেখা গিয়েছিল শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহকে। প্রথমবার জুটি বেঁধেই তাঁরা দর্শক মহলের প্রশংসা কুড়িয়েছিলেন। 

 


তাই সেই মেগা শেষ হয়ে যাওয়ার পরেও রেশ থেকে গিয়েছে। আজও শন ও সৃজলাকে একসঙ্গে দেখার দাবি জানান দর্শক। এবার কি দর্শকের ইচ্ছেপূরণ হতে চলেছে? নতুন বছরেই কি আসছে সুখবর? নতুন বছর পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। ৩১ ডিসেম্বরের রাতেই দর্শকের ইচ্ছেপূরণ হতে চলেছে। 

 

স্টার জলসার পর্দায় ফিরছেন শন-সৃজলার জুটি! অবাক লাগছে? আসলে নতুন কোনও ধারাবাহিকে নয়, এই জুটিকে দর্শক দেখবেন স্টার জলসার বর্ষবরণ উৎসবের মঞ্চে। অর্থাৎ ৩১ ডিসেম্বর রাত সাড়ে ন'টায় যে নতুন বছরের সেলিব্রেশন হবে সেখানেই দেখা যাবে শন ও সৃজলাকে। থাকছে দু'জনের জমজমাট পারফরম্যান্স। 


ইতিমধ্যেই সামনে এসেছে এই অনুষ্ঠানের ঝলক। সেখানে দেখা যাচ্ছে বলিউডের হিট গান 'সাইয়ারা'র ছন্দে মেলাবেন শন ও সৃজলা। আবারও এই জুটির রোম্যান্স দেখতে পাবেন দর্শক। প্রোমো প্রকাশ্যে আসতেই দর্শকের উন্মাদনা চোখে পড়ার মতো। প্রিয় জুটিকে ফের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা। চ্যানেলের পক্ষ থেকে সামনে আসা ওই প্রোমোতেই উচ্ছ্বাস দেখা গিয়েছে দর্শক মহলের। 

 

 

 

প্রসঙ্গত, শনকে কিছুদিন আগে দর্শক দেখেছিলেন স্টার জলসারই 'রোশনাই'তে। ওই মেগাও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তবে ধারাবাহিক শেষ হতে এখন সেভাবে ছোটপর্দায় ফেরার ইচ্ছে নেই শনের। চরিত্রের একঘেয়েমি কাটাতে সময় নিচ্ছেন তিনি। অন্যদিকে, সৃজলাকে দর্শক বিভিন্ন ওয়েব সিরিজে দেখছেন। আগামী বছর অর্থাৎ ২০২৬-এ এই জুটি কি সত্যিই ফিরছে? তারই কি ইঙ্গিত এল? যদিও দর্শক মহলে চলা এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।