দীর্ঘ ৪৪ বছর পরে উত্তমকুমার ফিরলেন। এবং এবারেও তিনি এলেন, দেখলেন, জয় করলেন। সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ ছবিতে অভিনয় করে তিনি বাঙালিকে ফের হলমুখী করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন ছবি বিশ্বাস। তাঁকে কোন ছবিতে দেখা যাবে? টলিপাড়া বলছে, তিনি এক্কেবারে আধুনিক মাধ্যমের উপরে ভরসা রেখেছেন। ছোট বা বড় পর্দা নয়, সিরিজে অভিষেক হচ্ছে তাঁর! একা ছবি বিশ্বাস নন, তাঁর সঙ্গে কাননদেবী-সহ সেই সময়ের তাবড় অভিনেতাদের উপস্থিতি থাকছে সেখানে। সৌজন্যে রাহুল মুখোপাধ্যায়। সিরিজ ‘ছবি বিশ্বাস’!
বাংলা ছবির স্বর্ণযুগের শিল্পীরা একে একে ফিরছেন। বাংলা ছবির পাশে দাঁড়াতে?
আজকাল ডট ইন প্রশ্ন রেখেছিল পরিচালকের কাছে। প্রশ্ন শুনে হেসে ফেলেছেন রাহুল। বলেছেন, ‘‘উত্তমকুমারের মতো ছবি বিশ্বাস অভিনয় করেননি। কিন্তু প্রবলভাবে রয়েছেন সিরিজজুড়ে। যেমন এক, ছবির নায়কের নাম ছবি বিশ্বাস। দুই, প্রবীণ কালজয়ী অভিনেতার অনুষঙ্গ বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে। যেহেতু রহস্য-রোমাঞ্চ তাই এর বেশি কিছুই বলা যাবে না।’’ বলবেন না করেও ছোট্ট করে গল্প শুনিয়েছেন তিনি। ছবি বিশ্বাসের বাবা উত্তমকুমার-সুচিত্রা সেনের আমলের চিত্রগ্রাহক। পুরোপুরি পাগলাটে। ছবি বিশ্বাসের অন্ধ ভক্ত। তাই তাঁর নামে ছেলের নাম। ছেলেও পরে চিত্রগ্রাহক হবে। বাবার মতো পাগলাটেও? এ বিষয়েও কিচ্ছু জানাতে চাননি রাহুল। সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন নতুন অভিনেতা শুভম। ‘ছবি বিশ্বাস’-এর বাবা শুভাশিস মুখোপাধ্যায়। সিরিজে ‘কাননবালা’র চরিত্রে অনুরাধা মুখোপাধ্যায়। পুলিশ অফিসার কিঞ্জল নন্দ। আছেন চন্দ্ন সেন। দিন দুই আগে থেকে হইচই অরিজিনালসে দেখানো শুরু হয়েছে সিরিজটি।
সিরিজ সম্পর্কে বলতে গিয়ে রাহুল আরও জানিয়েছেন, এটি ২০২১-এর ভাবনা। তখন গল্প নিখে, চিত্রনাট্য বানিয়ে কিছুটা ক্যামরায়, কিছুটা মোবাইলে শুটিং করা হয়েছিল। ক্যামেরায় মধুরা পালিত। সঙ্গীতে নীলায়ন চট্টোপাধ্যায়। পরিচালকের কথায়, বন্ধুরা মিলে কাজটি করেছিলেন। তারপর অনেকদিন পড়েছিল। এক সময় হইচই থেকে সিরিজটি দেখে। এবং এক কথায় তাদের প্ল্যাটফর্মে দেখাতে রাজি হয়। দর্শকদের বেশ ভাল লেগেছে। আগামীতে স্বর্ণযুগের কোন কিংবদন্তিকে আনবেন রাহুল? ফের হাসি। সঙ্গে ছোট্ট জবাব, তাবড় তারকাকে আনার ইচ্ছে। দেখা যাক।
বাংলা ছবির স্বর্ণযুগের শিল্পীরা একে একে ফিরছেন। বাংলা ছবির পাশে দাঁড়াতে?
আজকাল ডট ইন প্রশ্ন রেখেছিল পরিচালকের কাছে। প্রশ্ন শুনে হেসে ফেলেছেন রাহুল। বলেছেন, ‘‘উত্তমকুমারের মতো ছবি বিশ্বাস অভিনয় করেননি। কিন্তু প্রবলভাবে রয়েছেন সিরিজজুড়ে। যেমন এক, ছবির নায়কের নাম ছবি বিশ্বাস। দুই, প্রবীণ কালজয়ী অভিনেতার অনুষঙ্গ বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে। যেহেতু রহস্য-রোমাঞ্চ তাই এর বেশি কিছুই বলা যাবে না।’’ বলবেন না করেও ছোট্ট করে গল্প শুনিয়েছেন তিনি। ছবি বিশ্বাসের বাবা উত্তমকুমার-সুচিত্রা সেনের আমলের চিত্রগ্রাহক। পুরোপুরি পাগলাটে। ছবি বিশ্বাসের অন্ধ ভক্ত। তাই তাঁর নামে ছেলের নাম। ছেলেও পরে চিত্রগ্রাহক হবে। বাবার মতো পাগলাটেও? এ বিষয়েও কিচ্ছু জানাতে চাননি রাহুল। সিরিজে নামভূমিকায় অভিনয় করেছেন নতুন অভিনেতা শুভম। ‘ছবি বিশ্বাস’-এর বাবা শুভাশিস মুখোপাধ্যায়। সিরিজে ‘কাননবালা’র চরিত্রে অনুরাধা মুখোপাধ্যায়। পুলিশ অফিসার কিঞ্জল নন্দ। আছেন চন্দ্ন সেন। দিন দুই আগে থেকে হইচই অরিজিনালসে দেখানো শুরু হয়েছে সিরিজটি।
সিরিজ সম্পর্কে বলতে গিয়ে রাহুল আরও জানিয়েছেন, এটি ২০২১-এর ভাবনা। তখন গল্প নিখে, চিত্রনাট্য বানিয়ে কিছুটা ক্যামরায়, কিছুটা মোবাইলে শুটিং করা হয়েছিল। ক্যামেরায় মধুরা পালিত। সঙ্গীতে নীলায়ন চট্টোপাধ্যায়। পরিচালকের কথায়, বন্ধুরা মিলে কাজটি করেছিলেন। তারপর অনেকদিন পড়েছিল। এক সময় হইচই থেকে সিরিজটি দেখে। এবং এক কথায় তাদের প্ল্যাটফর্মে দেখাতে রাজি হয়। দর্শকদের বেশ ভাল লেগেছে। আগামীতে স্বর্ণযুগের কোন কিংবদন্তিকে আনবেন রাহুল? ফের হাসি। সঙ্গে ছোট্ট জবাব, তাবড় তারকাকে আনার ইচ্ছে। দেখা যাক।
