সংবাদ সংস্থা, মুম্বই: ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায় তাঁর। চলছে কেমোথেরাপি। মারণ রোগের সঙ্গে লড়াই করে স্বাভাবিক জীবনে ফেরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সময়টা মোটেও তাঁর ভাল যাচ্ছে না। শুধু ক্যানসার নয়, অভিনেত্রীর শরীরে থাবা বসিয়েছে আরও এক রোগ।
হিনা জানিয়েছেন, কেমো থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর শরীরে নতুন রোগ দানা বেঁধেছে। মিউকোসাইটিসে আক্রান্ত অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্টে অভিনেত্রী লেখেন, “কেমোথেরাপির আরও এক পার্শ্বপ্রতিক্রিয়া। ডাক্তাররা যা বলছেন সেটাই আমি মেনে চলছি। যদি কারও এই রোগের সম্পর্কে কোনও ধারণা থাকে, আমায় সমাধান বাতলে দিন।” সঙ্গে অভিনেত্রীর কাতর আর্তি, ‘কোনও কিছু খেতে পারছি না। আমার জন্য প্রার্থনা করুন।’
কিন্তু কী এই মিউকোসাইটিস? মিউকোসাইটিস হল এমন একটা রোগ যা কেমোথেরাপির চিকিত্সানর ফলে অনেকের হয়ে থাকে।শ্লেষ্মা ঝিল্লিতে প্রদাহ ও ক্ষতির কারণে হওয়া রোগটি মুখ, গলা, পাচনতন্ত্র এবং প্রজনন সিস্টেম সহ শরীরের বিভিন্ন অঙ্গ এবং গহ্বরে সমস্যা তৈরি করে। ক্যানসারের সঙ্গে এই রোগটি হিনার শরীরে বাসা বেঁধেছে। যদিও এই রোগ নিরাময় করা যায়। তবে কিছু ক্ষেত্রে অবশ্য ভয় থেকেও যায়।
হিনার পোস্ট দেখে সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। একগুচ্ছ মন্তব্যে ভরে গিয়েছে অভিনেত্রীর কমেন্ট বাক্স। শ্রেয়া ঘোষাব, শিল্পা শেট্টি, জুহি পারমার, ভারতী সিং, মৌনি রায় সহ আরও অনেকে তাঁর সুস্থতার প্রার্থনা করেছেন। মিউকোসাইটিস থেকে বাঁচতে বহু অনুরাগীরা হিনাকে নানান পরামর্শ দিয়েছেন। কেউ কেউ তাঁকে হাইড্রেট রাখতে লেবুর রস, দই-এর ঘোল, কিংবা প্রচুর জল পান করার কথা বলেছেন। হিনার এই লড়াই অনুপ্রেরণা জোগায়, এমনই মন্তব্য জুহি পারমারের। হিনাকে ‘স্ট্রং’ বলেছেন মৌনী রায় ও ভারতী সিং।
