সংবাদসংস্থা মুম্বই: সোমবার ফের প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান। অভিযোগ, এবার বাড়িতে ঢুকে খুন এবং বোমায় গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। মুম্বইয়ের ওরলি পরিবহণ বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি মেসেজটি পাঠানো হয়। এই ঘটনায় ওরলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কে এই মেসেজটি করল, তা খতিয়ে দেখা শুরু করেন তদন্তকারীরা। এদিকে, উঠে এসেছিল লরেন্স বিষ্ণোইয়ের নাম। 

 


বিষ্ণোইয়ের নিশানায় থেকে কড়া নিরাপত্তায় সলমন শুটিং সেরেছিলেন 'সিকান্দর'-এর। বাড়িয়েছিলেন নিরাপত্তারক্ষীর সংখ্যাও। মাঝে সাময়িক শান্তি পেলেও, ফের 'ভাইজান'-এর প্রাণনাশের হুমকিতে উত্তেজনা ছড়িয়েছিল টিনসেল টাউনে।

 

 

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে হুমকির বার্তা পাঠানো হয়েছিল, সেই নম্বর খতিয়ে দেখে স্থানীয় পুলিশ খুঁজে বার করলেন কে সেই ব্যক্তি। জানা যাচ্ছে, ময়ঙ্ক পাণ্ডে নামের বছর ২৬-এর যুবকের নম্বর থেকে এসেছিল এই মেসেজটি। রভল গ্রামের বাসিন্দা তিনি।

 


ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই পুলিশ। দীর্ঘক্ষণ প্রশ্ন করার পর, পুলিশের ধারণা, যুবক মানসিক ভারসাম্যহীন। যদিও জিজ্ঞাসাবাদ করার জন্যে তাঁকে আরও একবার ডেকে পাঠানো হয়েছে। যুবকের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, গত ১১ বছর ধরে তাঁর মানসিক চিকিৎসা চলছে। যদিও পরিবারের সঙ্গে মুম্বই এসে ওই যুবক তাঁর বয়ান রেকর্ড করাবেন বলে জানা যাচ্ছে। তবে সন্দেহ এখানেই থেমে থাকছে না, চলছে তদন্ত।