বলিউড অভিনেতা গোবিন্দা মঙ্গলবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। বাড়িতে আচমকা অজ্ঞান হয়ে যাওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দল জানিয়েছেন, গোবিন্দা কিছুদিন ধরেই শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন।
বিন্দল সংবাদমাধ্যমকে বলেন, “গোবিন্দা কিছুটা বিভ্রান্ত বোধ করছিলেন। সব পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে, এখন আমরা রিপোর্ট ও নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছি। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।”
চিকিৎসকরা অভিনেতার সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করেছেন। প্রাথমিকভাবে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।
নিউরোলজিক্যাল টেস্টের ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা-পরিকল্পনা নেওয়া হবে। এখনও পর্যন্ত কোনও জটিলতা দেখা দেয়নি।
গত বছরও অভিনেতার পায়ে গুলি লেগেছিল। ২০২৪ সালের অক্টোবর মাসে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার সামলানোর সময় সেই দুর্ঘটনা ঘটে।
অভিনেতা তখন কলকাতায় একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে ভোরবেলা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হাসপাতালে চিকিৎসা শেষ করে তিনি বলেছিলেন, “আমি সকাল পাঁচটার দিকে কলকাতার শো-এর জন্য বেরোচ্ছিলাম… বন্দুকটি পড়ে গেল এবং গুলি ছুটে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম, তারপর দেখলাম রক্ত বেরোচ্ছে ফোয়ারা মতো।”
ঘটনার পর গোবিন্দাকে জুহু এলাকার কাছে ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। হাঁটুর নিচে গুলিবিদ্ধ হওয়া স্থানে ঘণ্টাখানেক ধরে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়।
অভিনেতার ম্যানেজার বলেছিলেন, “গোবিন্দ তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলভার আলমারিতে রাখতে গিয়েছিলেন। সেই সময় অস্ত্রটি হাত থেকে পড়ে যায় এবং ভুলবশত গুলি ছুটে যায়।” দ্রুত চিকিৎসা না হলে তা আরও বিপজ্জনক হতে পারত।
গত বছরের সেই দুর্ঘটনার পর সম্পূর্ণ সুস্থ হয়ে গোবিন্দা আবার কাজ শুরু করেছিলেন। এবার তাঁর হঠাৎ অসুস্থতা ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি এখন চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং অবস্থার উন্নতি হচ্ছে।
গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি তাঁদের বিচ্ছেদের জল্পনা নিয়ে শিরোনামে উঠে এসেছেন। গত কয়েক মাস ধরে তাঁদের সম্পর্কে টানাপোড়েনের গুঞ্জন শোনা যাচ্ছিল। তারকা-দম্পতি যদিও প্রকাশ্যে জানিয়েছেন যে তাঁরা এখনও একসঙ্গে আছেন, তবুও সুনীতা বারবার স্বামীর জীবনের ‘ভুল সিদ্ধান্ত’ নিয়ে মুখ খুলছেন।
গোবিন্দা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, তাঁর দ্রুত আরোগ্য কামনা করতে। কিন্তু ভাগ্যের পরিহাস, এখন নিজেকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বর্তমানে গোবিন্দ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। ভক্তরা তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
