বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

সূত্রের খবর, ৬২ বছর বয়সি এই অভিনেতা তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা এবং মাথা ভার অনুভব করেন। এরপরই পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং একাধিক পরীক্ষা চলছে।

গোবিন্দার আইনজীবী এবং ঘনিষ্ঠ বন্ধু ললিত বানসাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “সন্ধ্যায় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এবং আমাকে ফোন করেন। আমি তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসি। এখন তিনি পর্যবেক্ষণে আছেন এবং বিভিন্ন পরীক্ষা চলছে।”

গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানান, গোবিন্দার তীব্র মাথাব্যথা ছিল। পাশাপাশি মাথা ঘোরাও শুরু হয়। চিকিৎসকরা তাঁকে নিউরোলজিস্টের পরামর্শ নিতে বলেছেন। তিনি গতরাতে ভর্তি হয়েছেন এবং শীঘ্রই চিকিৎসক বিস্তারিত পরীক্ষা করবেন।”

চিকিৎসার পর ছাড়া পেলেন গোবিন্দা। বাদামী ব্লেজার, চোখে সানগ্লাস পরে ক্যামেরার সামনে এলেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বললেও অভিনেতা।

গত বছরও অভিনেতার পায়ে গুলি লেগেছিল। ২০২৪ সালের অক্টোবর মাসে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার সামলানোর সময় সেই দুর্ঘটনা ঘটে।
 
অভিনেতা তখন কলকাতায় একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে ভোরবেলা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হাসপাতালে চিকিৎসা শেষ করে তিনি বলেছিলেন, “আমি সকাল পাঁচটার দিকে কলকাতার শো-এর জন্য বেরোচ্ছিলাম… বন্দুকটি পড়ে গেল এবং গুলি ছুটে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম, তারপর দেখলাম রক্ত বেরোচ্ছে ফোয়ারা মতো।”
 
ঘটনার পর গোবিন্দাকে জুহু এলাকার কাছে ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। হাঁটুর নিচে গুলিবিদ্ধ হওয়া স্থানে ঘণ্টাখানেক ধরে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়।
 
অভিনেতার ম্যানেজার বলেছিলেন, “গোবিন্দ তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলভার আলমারিতে রাখতে গিয়েছিলেন। সেই সময় অস্ত্রটি হাত থেকে পড়ে যায় এবং ভুলবশত গুলি ছুটে যায়।” দ্রুত চিকিৎসা না হলে তা আরও বিপজ্জনক হতে পারত।


চিকিৎসকরা গোবিন্দার সম্পূর্ণ স্নায়ুবৈকল্য সংক্রান্ত মূল্যায়ন করার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে গোবিন্দা স্থিতিশীল আছেন এবং নিয়মিত মেডিক্যাল টেস্ট চলছে।


এখনও পর্যন্ত গোবিন্দা বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি বলিউডের বেশ কয়েকজন বর্ষীয়ান তারকাও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। প্রবীণ অভিনেতা জিতেন্দ্র প্রয়াত জারিন খানের প্রার্থনা সভায় পড়ে গিয়ে আঘাত পান, যদিও তাঁর ছেলে তুষার কাপুর পরে জানিয়েছেন যে তিনি এখন সুস্থ আছেন। অন্যদিকে, ৯০ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া বয়সজনিত সমস্যার কারণে লিলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেও ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। বুধবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়িতেই চিকিৎসা চালিয়ে যাবেন।

পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্মেন্দ্রজিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন এবং চিকিৎসা চলবে। আমরা অনুরোধ করছি, তাঁর এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হোক। তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য ভালবাসা ও প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ। তিনি আপনাদের ভালবাসেন। তাই তাঁকে ভালবাসুন।”