বর্ণময় অভিনয় জীবন ছিল গোবিন্দার। বিশেষত, নব্বইয়ের দশকে তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বলিপাড়ায় কমেডি সুপারস্টার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। একের পর এক ছবিকে দর্শকের মনোরঞ্জন করে এসেছেন তিনি। এবার শীঘ্রই কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু করতে চলেছেন 'রাজা বাবু'।

সম্প্রতি ফিল্ম সিটি সেট থেকে সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন গোবিন্দা। ছবিতে দেখা যাচ্ছে, উজ্জ্বল হলুদ রঙের ডিজাইন করা জ্যাকেট, সাদা টি-শার্ট, নীল জিনস এবং বাদামি রঙের জুতো পরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন অভিনেতা। মুখে চিরচেনা হাসি যেন জানান দিচ্ছে তিনি আবারও নতুন অধ্যায়ের জন্য তৈরি। ছবির ক্যাপশনে গোবিন্দা লিখেছেন, 'নতুন ইনিংসের জন্য পুরোপুরি প্রস্তুত।' যদিও অভিনেতা এখনও তাঁর নতুন প্রজেক্টের বিষয়ে খোলসা করেননি। তবে বিটাউন সূত্রের খবর, তাঁকে ‘লেন ডেন-ইটস অল অ্যাবাউট বিসনেজ' নামের একটি কনসেপ্ট-ভিত্তিক শো-তে দেখা যেতে পারে। 

গোবিন্দার এই ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে কৌতূহল প্রকাশ করেছেন অনুরাগীরা। দীর্ঘদিন পর প্রিয় তারকাকে ফের পর্দায় দেখতে আগ্রহী সকলেই। অভিনেতাকে শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিয়েছে দর্শক মহল। গোবিন্দার এই 'নতুন ইনিংস'-এর ঘোষণা বলিউড প্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। অভিনেতাকে আবার তাঁর চেনা ছন্দে, নতুন অবতারে বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা রয়েছেন অনুরাগীরা। এই প্রত্যাবর্তন যেন তাঁর আগের সাফল্যের মতোই হয়, উপচে পড়েছে এই শুভেচ্ছাবার্তা।

প্রসঙ্গত, গোবিন্দার ঝুলিতে রয়েছে একাধিক ব্লকবাস্টার কমেডি চলচ্চিত্র। 'রাজা বাবু' (১৯৯৪), 'কুলি নং ১' (১৯৯৫), 'সাজন চলে সসুরাল' (১৯৯৬), 'হিরো নং ১' (১৯৯৭), 'দিওয়ানা মস্তানা' (১৯৯৭), 'দুলহে রাজা' (১৯৯৮), 'বড়ে মিঞা ছোটে মিঞা' (১৯৯৮), 'আনারি নং ১' (১৯৯৯), এবং 'হাসিনা মান জায়েগি'-এর মতো সিনেমায় দর্শকের মন জয় করেন তিনি। এরপর ২০০৬ সালে 'ভাগম ভাগ', ২০০৭ সালে 'পার্টনার' এবং ২০১৪ সালে 'হলিডে: এ সোলজার ইজ নেভার অফ ডিউটি'ও তাঁর কিছু উল্লেখযোগ্য বাণিজ্যিক সফল ছবি। উল্লেখ্য, সিনেমার বাইরে ২০১৫ সালে গোবিন্দা জি টিভির রিয়ালিটি শো 'ডান্স ইন্ডিয়া ডান্স সুপার মমস'-এর বিচারক হিসেবেও কাজ করেছেন।