হাসপাতাল থেকে ছাড়া পেলেন গোবিন্দা। বুধবার দুপুরে বাড়ি ফেরেন অভিনেতা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, অতিরিক্ত শরীরচর্চার ফলেই আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। নিজের ফিটনেস বজায় রাখতে গিয়েই উল্টে বিপদ ডেকে আনেন।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অভিনেতা বলেন, “আমি এখন ভাল আছি। অতিরিক্ত ব্যায়াম করেছিলাম, তাই শরীরে ক্লান্তি এসেছিল। যোগব্যায়াম ও প্রাণায়ামই আসলে শরীর ও মনের জন্য উপকারী। ভারী ব্যায়াম বেশ কঠিন। আমি নিজের ব্যক্তিত্ব আরও উন্নত করার চেষ্টা করছি। আমার মনে হয়, যোগ এবং প্রাণায়ামই সবচেয়ে ভাল পথ।”
গোবিন্দার ঘনিষ্ঠ বন্ধু ললিত বিন্দল, যিনি অভিনেতার সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন, পরিবার-অনুপস্থিতি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, গোবিন্দার স্ত্রী সুনীতা শহরের বাইরে একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন এবং রাত গভীরে মুম্বই ফিরে স্বামীর পাশে পৌঁছন। অন্য দিকে, তাঁদের মেয়ে টিনা কাজের সূত্রে চণ্ডীগড়ে রয়েছেন এবং তিনি সন্ধ্যার মধ্যেই মুম্বই এসে পরিবারের সঙ্গে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
গোবিন্দার ম্যানেজার শশী সিনহা জানান, গোবিন্দার তীব্র মাথাব্যথা ছিল। পাশাপাশি মাথা ঘোরাও শুরু হয়। চিকিৎসকরা তাঁকে নিউরোলজিস্টের পরামর্শ নিতে বলেছেন।
গোবিন্দার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সহকর্মী— সকলেই প্রার্থনা করেছেন, প্রিয় অভিনেতা যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আগের মতো প্রাণবন্ত রূপে ফিরতে পারেন। তাঁর হাসপাতাল থেকে ছা়ড়া পাওয়ার খবরে খানিক স্বস্তি সকলের।
উল্লেখ্য, সম্প্রতি বলিউডের বেশ কয়েকজন বর্ষীয়ান তারকাও শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। প্রবীণ অভিনেতা জিতেন্দ্র প্রয়াত জারিন খানের প্রার্থনা সভায় পড়ে গিয়ে আঘাত পান, যদিও তাঁর ছেলে তুষার কাপুর পরে জানিয়েছেন যে তিনি এখন সুস্থ আছেন। অন্যদিকে, ৯০ বছর বয়সী বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া বয়সজনিত সমস্যার কারণে লিলাবতী হাসপাতালে চিকিৎসাধীন। ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেও ভক্তদের জন্য কিছুটা স্বস্তির খবর এসেছে। বুধবার সকালে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়িতেই চিকিৎসা চালিয়ে যাবেন।
পরিবারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ধর্মেন্দ্রজিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন এবং চিকিৎসা চলবে। আমরা অনুরোধ করছি, তাঁর এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হোক। তাঁর সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য ভালবাসা ও প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ। তিনি আপনাদের ভালবাসেন। তাই তাঁকে ভালবাসুন।’
