টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

 

ভাবলেশহীন গোবিন্দা 

 

 

জানা গেল, সত্যি সত্যিই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন গোবিন্দা-সুনীতা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এমনটাই।‌ এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের মামলার কিছু বিস্তারিত তথ্য জেনেছে মুম্বইয়ের এক সংবাদমাধ্যম। জানা গিয়েছে, সুনীতা আহুজা ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। গোবিন্দা-পত্নী বিচ্ছেদের কারণ হিসেবে পরকীয়া, নিষ্ঠুরতা, পরিত্যাগকে উল্লেখ করা হয়েছিল। তবে এসব নিয়ে যখন জলঘোলা চলছে নেটিজেনদের মধ্যে তখন পাপারাজ্জিদের ক্যামেরায় মুম্বই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দাকে। ভাবলেশহীন মুখেই এয়ারপোর্টে এসেছিলেন তারকা। এমনকী, পাপারাজ্জিদের দেখে হাত নাড়েন, চুমুও ছোড়েন গোবিন্দা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পাপারাজ্জিদের একটি ভিডিওতে, গোবিন্দাকে সাদা পোশাকে দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস। অভিনেতা ক্যামেরার জন্য হাসছিলেন, হাত নাড়ছিলেন এবং ছবি তোলার সময় চুম্বনও ছুড়ে দেন। অভিনেতাকে এমন ভাবলেশহীন দেখে অবাক নেটপাড়া। 

 

 

নার্গিসের ছাপ ইকরার মধ্যে 

 

 

সঞ্জয় দত্ত ও তাঁর তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের কন্যা ইকরা। তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। সেই ভিডিয়ো দেখে অনেকেই ইকরার চেহারা, গায়ের রং ও চোখের চাউনি মধ্যে খুঁজে পেয়েছেন তাঁর ঠাকুমা অর্থাৎ প্রয়াত অভিনেত্রী নার্গিসকে। পাপারাজ্জিদের সামনে মোটেও নার্ভাস হন সঞ্জয় কন্যা। ক্যামেরার সামনে দাঁড়ানোর অভ্যাস যেন চিরকালের, এমন সাবলীলভাব থেকে অনেকেই বলছেন ইকরা ভবিষ্যতে বলিউডের নায়িকা হতে পারেন। ইকরার চোখের মায়াবী চাউনি নার্গিস দত্তের স্মৃতিকে যেন সতেজ করে তুলছে।

 

আরও পড়ুন: এবার 'এমএমএস' ফাঁসের ইঙ্গিত তমান্না ভাটিয়ার! নেপথ্যে রয়েছে কোন বলি ব্যক্তিত্বের হাত?

 

'ধুরন্ধর'-এর ছাড়পত্র 

 

 

'ধুরন্ধর' নিয়ে ফিরছেন রণবীর সিং। এবার একেবারে ভিন্ন অবতারে হাজির হচ্ছেন অভিনেতা। এই ছবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। কিছুদিন আগেই নেটনাগরিকদের রোষানলে পড়েছিল রণবীর। সোশ্যাল মিডিয়ায় একটি শুটিং সেটের একটি দৃশ্য ভাইরাল যেখানে পাকিস্তানের পতাকা দৃশ্যমান। আর সেই দৃশ্য ঘিরেই দ্বিধাবিভক্ত নেটপাড়া। নেটিজেনদের একাংশের মতে, সিনেমার প্রেক্ষাপটের প্রয়োজনে পাক পতাকা ব্যবহার করা হয়েছে। কেউ আবার ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা দেখেই রেগে আগুন। আদিত্য ধরের ভাবনায় এই সিনেমায় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সিনেমার প্রেক্ষাপট এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি তবে কানাঘুষো পকিস্তানে ভারতের স্পেশাল এজেন্টের আবর্তেই গল্প বুনেছেন পরিচালক। সম্ভবত সেই কারণেোই শুটিং সেটে পাকিস্তানের পতাকার উপস্থিতি বলে মনে করছেন নেটিজেনরা। তাই এখন এই ঘটনার প্রভাবে উত্তাল নেটপাড়া। বহুল প্রতীক্ষিত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’-এর ট্রেলারকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ইউএ ১৬+ রেটিং দিয়েছে। জানা গেছে, ট্রেলারের মোট দৈর্ঘ্য হবে ২ মিনিট ৪২ সেকেন্ড। ছবিটি আগামী ৫ ডিসেম্বর, ২০২৫ মুক্তি পেতে চলেছে।