সরস্বতী পুজোর দিন চক্রবর্তী পরিবারের সবচেয়ে খুদে সদস্যর হাতেখড়ি সম্পন্ন হল আজ। কথা হচ্ছে গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষের একমাত্র ছেলে ধীর-কে নিয়েই। এদিন ঘরোয়া পরিবেশেই ছিমছামভাবে সম্পন্ন হল ধী-এর হাতেখড়ি অনুষ্ঠান। প্রতিমার সামনে ঋদ্ধিমার বাবা যেমন উপস্থিত ছিলেন তেমন ছিলেন ধী-র ঠাকুরদা সব্যসাচী চক্রবর্তী এবং ঠাকুমা মিঠু চক্রবর্তী। ঋদ্ধিমার সমাজমাধ্যমের পোস্টে ধীর হাতেখড়ির ছবি ধরা পড়ল।

দেখা গেল বাবার কোলে বসেই চকে, স্লেটে হাতেখড়ি চলছে একরত্তির। বাবার কোলে বসে, স্লেটে অ আ ক খ লিখল সে। ঋদ্ধিমার পোস্ট করা একগুচ্ছ ছবিতে হলুদরঙা পাঞ্জাবি পরে ধীর-কে কখনও দেখা গেল একা আনমনে দাঁড়িয়ে রয়েছে দেবীপ্রতিমার সামনে কখনও বা দাদু-ঠাম্মার কোলে। আবার হাতেখড়ির সময় একমনে হাত জোড় করা তার ছবিও ধরা পড়েছে ফ্রেমে। ছবিতে দেখা গিয়েছে, গৌরব পরে রয়েছে একটি হলুদ রঙের পাঞ্জাবি এবং ঋদ্ধিমা পরে রয়েছেন একটি হলুদ রঙের সালোয়ার সুট।

ছবির সঙ্গে পোস্টে ঋদ্ধিমা লেখেন, “আমাদের পরিবারের কাছে এবারের সরস্বতী পুজো ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনেই পরিবারের খুদে সদস্য ধীরের হাতেখড়ির অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিবার-পরিজন, বন্ধুস্বজন ও দাদু-দিদাদের উপস্থিতিতে আশীর্বাদে ভরপুর এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন সকলে।ঘনিষ্ঠ মানুষের ভালবাসা, উষ্ণতা ও শান্ত আনন্দে ভরা এই দিন নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।”

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ধীরের ছবি থেকে নানান কীর্তি ভাগ করে নেন ঋদ্ধিমা। সেখানে দেখা মেলে গৌরবের-ও। ২০১৭ সালের ২৮ নভেম্বর ঋদ্ধিমা ঘোষকে বিয়ে করেন গৌরব চক্রবর্তী। ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর একমাত্র সন্তান ধীরকে জন্ম দেন ঋদ্ধিমা। বাবা মা হন এই তারকা দম্পতি। ছেলেকে সামলানোর পাশাপাশি দুজনেই এই মুহূর্তে ব্যস্ত নিজেদের কর্মজীবনে।
অন্যদিকে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইয়ালিনি চক্রবর্তীর স্লেটে হাতেখড়ি হল। গত বছরই সরস্বতী পুজোয় মেয়ের হাতেখড়ির কথা জানিয়েছিলেন শুভশ্রী। অভিনেত্রী জানিয়েছিলেন ২০২৬-এর পুজোয় বই-খাতার সঙ্গে 'অফিসিয়ালি' পরিচয় হবে ইয়ালিনির। আর হলও তাই। এদিন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলির সমাজমাধ্যমের পোস্টে ইয়ালিনির হাতেখড়ির ছবি ধরা পড়ল। লাল পাড় সাদা শাড়ি আর সোনার হার পরে যেন ছোট্ট সরস্বতী ইয়ালিনি। পায়ে আবার আলতাও পরেছে সে। ছোট্ট পা দু'খানির ছবিও ভাগ করেছেন রাজ-শুভশ্রী। একগুচ্ছ ছবির মধ্যে দেখা যাচ্ছে কখনও মায়ের কোলে ইয়ালিনি, কখনও দুই ছেলে-মেয়েকে কোলে নিয়ে পুজোয় বসেছেন শুভশ্রী কখনও আবার বাবা রাজের ক্যামেরাবন্দি হয়েছে দুই ভাই-বোন। একরত্তির হাতেখড়ির এই ছবি দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। ইয়ালিনির আগামী জীবনের জন্য শুভ কামনাও জানিয়েছেন অনেকে।
