নিজস্ব সংবাদদাতা: গায়িকা থেকে নায়িকা অন্বেষা দত্তগুপ্ত! মিউজিক্যাল ছবি 'হামসাজ'-এ গায়িকা অন্বেষা দত্তগুপ্তকে দেখা যাচ্ছে নায়িকার ভূমিকায়। ছবিটি পরিচালনা করেছেন সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়। ছবিতে অন্বেষার বিপরীতে রয়েছেন মহম্মদ ইকবাল।
 
 মোট ১১টা গান আছে ছবিতে। সব ক’টারই সুর দিয়েছেন অন্বেষা। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোরও তাঁরই। গানের সঙ্গে এতদিন শ্রোতারা তাঁকে রিলেট করেছে এসেছেন। এরকম একটা মিউজিক্যাল ছবিতে অভিনয় করতে সেই ধারাই অব্যাহত থাকবে বলে জানিয়েছিলেন গায়িকা। তাই অভিনয়ের ডেবিউ হিসাবে এই ছবিকেই বেছে নিয়েছেন তিনি।
দেখতে দেখতে পাঁচ সপ্তাহ পার করল 'হামসাজ'। দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি। গানের পাশাপাশি এবার অভিনয়েও দর্শকের মন জয় করেছেন অন্বেষা।
বাংলা ছবিতে অভিনয় করার প্রস্তাব এর আগেও পেয়েছেন অন্বেষা। কিন্তু তখন তাঁর মনে হয়েছিল গান নিয়েই কাজ করবেন তিনি। তবে এই ছবিতে দর্শক মহলের ইতিবাচক সাড়া পেয়ে অন্বেষা জানিয়েছেন, বাংলা কিংবা হিন্দিতে যদি ছবি বা সিরিজের প্রস্তাব পান, এবার আর পিছপা না হয়ে ভেবে দেখবেন তিনি।
