এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে অভিনেতা ও গায়ক ঈশান মজুমদারের আসন্ন মিউজিক ভিডিও ‘একবার এসো’। বাংলা ও কন্নড়-এই দু’টি ভাষায় নির্মিত হয়েছে ভিডিওটি। যার বিশেষ গুরুত্ব পাওয়ার অন্যতম কারণ হল, এটি এই দুই ভাষাতেই প্রথম সম্পূর্ণ অ্যাকশননির্ভর মিউজিক ভিডিও, যেখানে গানের মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ সিনেমার গল্প তুলে ধরা হয়েছে। প্রেম, প্রতিশোধ ও টানটান অ্যাকশনের মেলবন্ধনে তৈরি এই মিউজিক ভিডিও ইতিমধ্যেই দর্শক ও ইন্ডাস্ট্রির অন্দরমহলে আগ্রহ তৈরি করেছে।
‘একবার এসো’-র সবচেয়ে বড় আকর্ষণ এর গল্প বলার ধরন। এখানে গান শুধুমাত্র আবেগের প্রকাশ নয়, বরং কাহিনি এগিয়ে নিয়ে যাওয়ার মূল মাধ্যম। শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমার মতো করেই গানের সঙ্গে এগিয়ে চলে গল্পের বাঁক, সংঘর্ষ ও ক্লাইম্যাক্স। আধুনিক ভিজুয়াল প্রযুক্তি ও ভিএফএক্স ব্যবহারের ফলে পর্দায় উঠে এসেছে একাধিক চোখধাঁধানো দৃশ্য, যা বাংলা ও কন্নড় মিউজিক ভিডিওর প্রচলিত কাঠামোকে ভেঙে এক নতুন অভিজ্ঞতা দিয়েছে।
এই মিউজিক ভিডিওর সঙ্গীত পরিচালনায় রয়েছেন এস. গোপাল ময়রা ও অভিষেক নাড়ু। বাংলা গানের কথা লিখেছেন এস. গোপাল ময়রা এবং কন্নড় সংস্করণের গীতিকার শিল্পা নাগোজি। সুর ও কথার মেলবন্ধনে গানটি আবেগী হওয়ার পাশাপাশি জোরদার সিনেম্যাটিক আবেদন তৈরি করেছে। উল্লেখযোগ্যভাবে, ঈশান মজুমদার নিজেই বাংলা ও কন্নড়, দু’টি ভাষায় গান গেয়েছেন, যা এই ভিডিওটিকে আরও বিশেষ করে তুলেছে।
প্রসঙ্গত, ঈশান মজুমদারের কর্মজীবন এক বাঙালি শিল্পীর বহুমাত্রিক যাত্রার প্রতিফলন। ২০১৬ সাল থেকে তিনি বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত এবং ‘পোস্টমাস্টার’ ছবি দিয়ে তাঁর অভিনয় যাত্রা শুরু হয়। তার আগে টানা ১৫ বছর কর্পোরেট জীবনে তিনি বিভিন্ন দেশ-বিদেশে চাকরি করেছেন। সেই নিরাপদ পেশা ছেড়ে অভিনয় ও সংগীতকে বেছে নেওয়া ছিল এক সাহসী সিদ্ধান্ত, যা আজ তাঁকে একজন স্বতন্ত্র সৃজনশীল শিল্পী হিসেবে পরিচিত করেছে।
শুধু বাংলা নয়, দক্ষিণী সংগীত জগতেও তাঁর পরিচিতি রয়েছে। বেঙ্গালুরুতে স্নাতকোত্তরের পড়াশোনার সময় থেকেই তিনি কন্নড় সংগীত জগতে পেশাদারভাবে গান গাওয়া শুরু করেন এবং একাধিক রিয়েলিটি শো জিতে নিজের জায়গা তৈরি করেন। কিংবদন্তি কিশোর কুমারের গাওয়া একমাত্র দক্ষিণী ভাষার গান- কন্নড় গানটি গাওয়ার সুযোগ পাওয়া তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায়।
ভিডিওটি নিয়ে ঈশান বলেন, “‘একবার এসো’ আমার কাছে শুধু আরেকটা মিউজিক ভিডিও নয়, আমার অভিনয়ের যাত্রায় একটা বিশেষ অধ্যায়। বাংলা ও কন্নড়, দুটি ভাষায় একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাকে শিল্পী হিসেবে আরও সমৃদ্ধ করেছে। ভাষা আলাদা হলেও আবেগ, অভিব্যক্তি আর গল্প বলার শক্তি এক-এই বিশ্বাসটাই আরও গভীর হয়েছে এই প্রজেক্টের মাধ্যমে।”
অভিনেতা-গায়কের আরও সংযোজন, “আগেও বিভিন্ন ধরনের কাজ করেছি, কিন্তু এই প্রজেক্টে ভাষার সীমানা পেরিয়ে দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করার সুযোগ পেয়েছি। বাংলা আমার শিকড়, আর কন্নড় ভাষায় কাজ করে নতুন সংস্কৃতি, নতুন কাজের ধরণ আর দর্শকের ভালবাসার সঙ্গে পরিচিত হতে পেরেছি।”
সব মিলিয়ে বলা যায়, ‘একবার এসো’ শুধুমাত্র একটি মিউজিক ভিডিও নয়, বরং এক বাঙালি শিল্পীর হাত ধরে বাংলা ও কন্নড় ভাষায় অ্যাকশনধর্মী গল্প বলার সাহসী ও ঐতিহাসিক উদ্যোগ।
