সংবাদ সংস্থা মুম্বই: প্রায় এক দশক পর পর ফাওয়াদ খান-এর বলিউড কমব্যাক! জনপ্রিয় পাকিস্তানি অভিনেতার নতুন ছবি ‘অবির গুলাল’-এর ঝলক মুক্তি পেয়েছে সদ্য। আর তা দেখার পর ওয়াঘার দু'দিকের হিন্দি ছবিপ্রেমী দর্শক-ই যে বেশ খুশি তা বলাই বাহুল্য।
ছবির প্রথম ঝলকে দেখা যাচ্ছে, ফাওয়াদ খান আর বাণী কাপুর একসঙ্গে বৃষ্টিতে ভিজে গাড়িতে বসে আছেন। আবহে বেজে চলেছে কুমার শানুর ‘কুছ না কহো’ গানের সুর। ফাওয়াদ নিজেও ইনস্টাগ্রামে ছবির এই টিজার ভিডিও শেয়ার করেছেন। তারপরেই সমাজমাধ্যমে এই ছবি ও অভিনেতার উদ্দেশ্যে ভেসে এসেছে প্রশংসার বন্যা। “অবিশ্বাস্য, উফফ”—এভাবেই এক ভক্ত লিখেছেন। আরেকজন বলেন,“ফাওয়াদ খান ফিরে এসেছেন, ঈশ্বরকে ধন্যবাদ।” আর এক ভক্ত বলেন—“অবশেষে! শুধু ফাওয়াদ খানকে বড় পর্দায় দেখতে চাই!”
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vaani Kapoor (@vaanikapoor)
‘অবির গুলাল’ সিনেমাটি পরিচালনা করেছেন আরতি এস. বাগদি, যিনি ‘চলতি রহে জীবন’ সিনেমার জন্য পরিচিত। আর এই সিনেমাটি প্রযোজনা করছে ইন্ডিয়ান স্টোরিজ, এ রিচার লেন্স, এবং আরজে পিকচার্স। ফাওয়াদ এবং বাণী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন লিসা হায়ডন, ঋধি ডোগরা, সোনি রাজদান, ফরিদা জলাল, রাহুল ভোরা, এবং পরমীত শেঠি। একটি আন্তর্জাতিক প্রযোজনা হিসেবে এই ছবি ভারত এবং যুক্তরাজ্য থেকে শিল্পীদের নিয়ে তৈরি। লন্ডনে গত বছরের সেপ্টেম্বর ২৯ তারিখে শুরু হয়েছিল শুটিং।
‘আবির গুল্লাল’ দুই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের গল্প, যারা একে অপরের পাশে এসে দাঁড়িয়ে নিজেদের মধ্যে শান্তি এবং ভালবাসা খুঁজে পায়। এই প্রেমের গল্পই ‘অবির গুলাল’-এর মূল রসদ।‘ অবির গুলাল’ ৯ মে, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।