সংবাদ সংস্থা মুম্বই: প্রায় এক দশক পর পর ফাওয়াদ খান-এর বলিউড কমব্যাক! জনপ্রিয় পাকিস্তানি অভিনেতার নতুন ছবি ‘অবির গুলাল’-এর ঝলক মুক্তি পেয়েছে সদ্য। আর তা দেখার পর ওয়াঘার দু'দিকের হিন্দি ছবিপ্রেমী দর্শক-ই যে বেশ খুশি তা বলাই বাহুল্য। 

 

ছবির প্রথম ঝলকে দেখা যাচ্ছে, ফাওয়াদ খান আর বাণী কাপুর একসঙ্গে বৃষ্টিতে ভিজে গাড়িতে বসে আছেন। আবহে বেজে চলেছে কুমার শানুর ‘কুছ না কহো’ গানের সুর। ফাওয়াদ নিজেও ইনস্টাগ্রামে ছবির এই টিজার ভিডিও শেয়ার করেছেন। তারপরেই সমাজমাধ্যমে এই ছবি ও অভিনেতার উদ্দেশ্যে ভেসে এসেছে প্রশংসার বন্যা। “অবিশ্বাস্য, উফফ”—এভাবেই এক ভক্ত লিখেছেন। আরেকজন বলেন,“ফাওয়াদ খান ফিরে এসেছেন, ঈশ্বরকে ধন্যবাদ।” আর এক ভক্ত বলেন—“অবশেষে! শুধু ফাওয়াদ খানকে বড় পর্দায় দেখতে চাই!”

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Vaani Kapoor (@vaanikapoor)