সংবাদ সংস্থা, মুম্বই: ২০২২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার এবং শিবানী দন্ডেকার। তিন বছর সম্পর্কে থাকার পর ফারহানের ফার্মহাউসে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও আত্মীয়দের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’। আর বিয়ের দু’দিনের মধ্যেই মনোবিদের কাছে যান দম্পতি। কী এমন সমস্যায় পড়েছিলেন তাঁরা? সম্প্রতি সেই ঘটনা নিয়েই কথা বলেন ফারহান ও শিবানী।
অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে স্ত্রীর সঙ্গে হাজির হয়েছিলেন ‘দিল চাহতা হ্যায়’-এর পরিচালক ফারহান আখতার। সেখানেই শিবানী তাঁদের সম্পর্ক এবং থেরাপির মধ্য দিয়ে যাওয়ার বিষয় প্রকাশ্যে আনেন। বাগদান পর্বের পর থেকেই তাঁরা মনেবিদের কাছে যাওয়া শুরু করেছিলেন। ‘কাপলস থেরাপি’র জন্য তাঁরা কেউই একে অপরকে জোর দেননি। দু’জনের সহমতেই মনোবিদের কাছে থেরাপি শুরু করেন, এমনটাই জানিয়েছেন শিবানী।
বেশ মজার ছলে ফারহান ঘরণী বলেন, “এক সোমবারে আমাদের বিয়ে হয়েছিল। আর তার দু’দিন পরেই মনোবিদের সঙ্গে আমরা দেখা করি।” নবদম্পতিকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন মনোবিদ। তিনি বলেছিলেন, “তোমরা এখানে কী করছ! তোমাদের তো ২৪ ঘণ্টা আগেই বিয়ে হয়েছে।’”
পেশায় গায়িকা তথা মডেল শিবানী দন্ডেকার। তাঁর কাছে নিয়মিত শরীরচর্চা করার মতোই মনোবিদের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে। যার কারণ হিসাবে তাঁর বক্তব্য, দুটি মানুষ সব সময় যে একই মত পোষণ করবেন তা নয়। তাই তর্ক-বিতর্ক হওয়াটা খুবই স্বাভাবিক, আর এই থেরাপি সেই সব সমস্যা কম সময়ে নিজেদের মধ্যেই সমাধান করতে সাহায্য করে। প্রত্যেক দম্পতির মতো ফারহান ও শিবানীর মধ্যেও কলহ হয়। কীভাবে তাঁরা ঝগড়া মেটান? সেই বিষয়ে ‘রক অন’ছবির অভিনেতার স্ত্রী বলেন, “কোনও কিছু নিয়ে কথা কাটাকাটি হলে আমরা মনোবিদের কাছে যাওয়ার জন্য অপেক্ষা করি। যদিও যদিও আমি চাই, নিজেরা কথা বলে তখনই বিষয়টিকে মিটিয়ে নিতে। কিন্তু ফারহান অপেক্ষা করে পরের দিন মনোবিদের কাছে ওই বিষয়ে আলোচনা করতে চায়।”
বর্তমানে ফারহান আখতার 'লেহে ১২০ বাহাদুর'-এর শুটিংয়ে ব্যস্ত। এরপর বহুল প্রতীক্ষিত প্রোজেক্ট ‘ডন ৩’-এর পরিচালনা শুরু করবেন তিনি। ছবিতে প্রধান ভূমিকায় রণবীর সিংকে দেখা যাবে।
