নিজস্ব সংবাদদাতা: ফের বিনোদন জগতে নক্ষত্রপতন। বৃহস্পতিবার রাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। ফেব্রুয়ারি মাসের শুরুতেই তাঁর অসুস্থ হওয়ার খবর শোনা যায়। হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন অভিনেতা। কিন্তু, শেষ রক্ষা হল না। 

 


জানা যাচ্ছে, লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন অভিনেতা। প্রথমে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সংকটজনক অবস্থায় তাঁকে এয়ারলিফটে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। অভিনেতার অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ঘোষণা করেছেন। 

 


প্রসঙ্গত, ১৯৭৭ সালে সিনেদুনিয়ায় পথচলা শুরু হয় তাঁর। কয়েক দশকের কেরিয়ারে ওড়িয়া পাশাপাশি বাংলা ছবিতে নজর কাড়েন। এছাড়াও ৩০টি বাংলা ছবি করেছেন তিনি। 'নয়া জাহির' নামে এক হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। ওড়িশার রাজ্য সরকারের তরফে বহু সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। বর্তমানে 'বউ বুট্টু ভুটা' ছবিতে কাজ করছিলেন। আগামী ১২ জুন ছবি মুক্তি।