দীর্ঘ সময় পর 'কথা' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছিলেন সাহেব ভট্টাচার্য। অল্প সময়েই নজর কেড়েছিল তাঁর এবং সুস্মিতা দের জুটির অনস্ক্রিন রসায়ন। গত বছরই শেষ হয়েছে এই ধারাবাহিকের পথ চলা। ৬ অক্টোবর ফুরিয়েছে 'কথা'র সফর। এবার তার মাস ৩-৪ কাটতে না কাটতেই ফের ছোটপর্দায় নতুন ধারাবাহিক, চরিত্র নিয়ে ফিরতে চলেছেন সাহেব ভট্টাচার্য। বিপরীতে কে?
যতই জনপ্রিয় হোক, ভাঙছে 'কথা-এভি'র জুটি। জানা গিয়েছে, সাহেব ভট্টাচার্যর আগামী ধারাবাহিকে তাঁর বিপরীতে থাকবেন না সুস্মিতা দে। তাহলে কাকে দেখা যাবে? হিয়া মুখোপাধ্যায়। অর্থাৎ ছোটপর্দার 'গীতা এলএলবি' -কে।
'গীতা এলএলবি' ধারাবাহিকটিও ২০২৫ সালেই শেষ হয়েছে। তারপর কয়েক মাস বিশ্রাম নিয়েই আবার নতুন কাজ নিয়ে ফিরতে চলেছেন তিনি। সূত্রের খবর ইতিমধ্যেই একপ্রস্থ কথা হয়েছে, কিন্তু তাতে আনুষ্ঠানিক ভাবে সিলমোহর পড়েনি। লুক সেটও হয়নি। তবে সূত্র জানিয়েছে, এই ধারাবাহিকে সাহেব ভট্টাচার্য এবং হিয়া মুখোপাধ্যায়ই থাকছেন।
হিয়ার সঙ্গে আজকাল ডট ইন যোগাযোগ করলে, পর্দার 'গীতা এলএলবি' জানান, তাঁর কাছে এখনও নিশ্চিত কোনও খবর আসেনি। এমনকী সাহেব ভট্টাচার্যও কোনও ইতিবাচক উত্তর দিতে পারলেন না। ফলে আগামী দিনের দিকে নজর থাকবে।
জানা গিয়েছে স্টার জলসার পর্দায় আসছে এই ধারাবাহিক। ফলে সেটা যদি সত্যি হয়, তাহলে ঘরের ছেলে, মেয়ে ঘরেই যে ফিরবে সেটা নিঃসন্দেহে বলা যায়।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, কেবল সাহেব ভট্টাচার্য এবং হিয়া মুখোপাধ্যায়ের এই ধারাবাহিক নয়, স্টার জলসার পর্দায় আসছে আরও এক ধারাবাহিক, 'শুধু তোমারই জন্য'। এসভিএফের প্রযোজিত এই ধারাবাহিকে ত্রিকোণ প্রেমের গল্প দেখা যাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দীপান্বিতা রক্ষিত, শুভ্রজিৎ সাহা, মন্দিরা দেবনাথ।
