এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি আমার'-এ অপর্ণার মা 'সুমি'র চরিত্রে দর্শক দেখছেন অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়কে। এই চরিত্রে তাঁকে বেশ পছন্দ করেছেন দর্শক। তবে এবার খবর, স্টার জলসার নতুন ধারাবাহিক 'শুধু তোমারই জন্য'তে দেখা যেতে চলেছে সুচন্দ্রাকে। তবে কি স্টার জলসার নতুন এই ধারাবাহিকের জন্য 'চিরদিনই তুমি যে আমার' ছাড়তে চলেছেন সুচন্দ্রা? যদিও খবর, পাশাপাশি দুটি ধারাবাহিকেই দেখা যাবে তাঁকে। 

 

এদিকে, টলিপাড়ার অন্দরের খবর অভিনেতা সোহেল দত্তকেও এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে। এর আগে দর্শক তাঁকে দেখেছিলেন জি বাংলার 'মিত্তির বাড়ি'তে। ওই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর ছোটপর্দায় ফিরেছিলেন তিনি। এবার 'শুধু তোমারই জন্য'তে কোন চরিত্রে বাজিমাত করেন তিনি, এখন সেটাই দেখার।


আজকাল ডট ইনের পক্ষ থেকে আগেই খবর দেওয়া হয়েছিল দীপান্বিতা রক্ষিত দীর্ঘ সময় পর আবারও ছোটপর্দায় ফিরছেন। জুটি বাঁধছেন শুভ্রজিৎ সাহার সঙ্গে। কিছুদিন আগে এই ধারাবাহিকের প্রোমো এবং নাম প্রকাশ্যে এল। স্টার জলসার আগামী এই ধারাবাহিকের নাম 'শুধু তোমারই জন্য'। গল্পে ফুটে উঠবে ত্রিকোণ প্রেমের ছবি। 'রাহুল' অর্থাৎ শুভ্রজিৎ সাহা বহু বঙ্গ তনয়ার ক্রাশ। সুদর্শন, আকর্ষণীয় ব্যক্তিত্ব। তবে গল্প অনুযায়ী মেয়েরা যতই তাকে চাক, সে ভালবাসে একজনকেই, তিতলি। এই চরিত্রে দেখা যাবে মন্দিরা দেবনাথকে। মন্দিরা চায় আমেরিকা যেতে। যে তাকে আমেরিকা নিয়ে যাবে তার সঙ্গেই প্রেম, বিয়ে করবে সে। আর ত্রিকোণ প্রেমের তিন নম্বর কোণে রয়েছে 'রাহি' অর্থাৎ দীপান্বিতা রক্ষিত। 


রাহি পড়াশোনায় ভাল, সে পিএইচডি করবে। কিন্তু দেশের বাইরে যাওয়ার অফার এলে নাকচ করে জানিয়ে দেয় দেশে থেকেই পড়াশোনা শেষ করতে চায়। দেশ অন্ত প্রাণ সে, কিন্তু তার থেকেও বেশি ভালবাসে রাহুলকে। প্রোমোতে সমুদ্র সৈকতে এই তিন চরিত্রকে দেখা যায় রাহুল আঘাত পেলে ছুটে তাকে বাঁচাতে যায় রাহি। সেই সময়ই নায়ক তাকে জানায়, রাহির বোন তিতলিকে সে আজই মনের কথা জানাবে। রাহি যখন প্রশ্ন করে, বোন যদি তার প্রেম প্রস্তাব নাকচ করে তখন? রাহুল জানায় সে মেনে নেবে। এরপরই রাহুল তিতলির দিকে ছুটে যায়, এবং মনের কথা জানায়। তিতলি জবাবে সাফ জানায় তাকেই মন দেবে যে ওকে আমেরিকা নিয়ে যাবে। রাহুল কি সেটা পারবে? পছন্দের মানুষের এই দাবি সে পূরণ করবে বলেই জানায়। কিন্তু আদতে জীবন তাদের জন্য কী সাজিয়ে রেখেছে? উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।

 

এই প্রোমো মোটামুটি দর্শক মহলে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। সোহেল, সুচন্দ্রা ছাড়াও এই মেগায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে টলিপাড়ার পরিচিত মুখকে।