পূজা ভাট ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। ২০১১ সালে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন মহেশ ভাটের আরেক মেয়ে আলিয়া ভাট। এবার বলিউডে অভিষেক হতে চলেছে বলিউডের এই খ্যাতনামা পরিচালক, প্রযোজকের আরও এক মেয়ে শাহিন ভাট। 

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট প্রযোজক হিসেবে ২০২২ সালে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রযোজিত প্রথম ছবি ডার্লিংস। এরপর করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে 'জিগরা' ছবিটিরও সহ-প্রযোজনা করেন আলিয়া ভাট। জানা যাচ্ছে, এবার তিনি 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিটিতে অভিনেত্রী হিসেবে ধরা দেওয়ার আগে প্রযোজক হিসেবে কাজ করতে চলেছেন। আর তাঁর সেই ছবিতে কাজ করতে চলেছেন দিদি শাহিন ভাট। 

দিদি শাহিন ভাটের সঙ্গে প্রাইম ভিডিওর আগামী ছবি 'ডোন্ট বি শাই' প্রযোজনা করত। শুক্রবার প্রাইম ভিডিওর তরফে ইনস্টাগ্রামে ঘোষণা করা হয় 'ডোন্ট বি শাই' ছবিটির। সেই ভিডিওতে দেখা যাচ্ছে আলিয়া তাঁর দিদি শাহিন ভাটের সঙ্গে মিলে কীভাবে স্ক্রিপ্ট বাছাই করেছেন। একই সঙ্গে কথা বলেন এই ছবিটির সহ-প্রযোজনা করার বিষয়ে। ভিডিওতে দেখা গিয়েছে, একাধিক স্ক্রিপ্ট দেখতে দেখতে ক্লান্ত হয়ে আলিয়া এবং শাহিন 'ডোন্ট বি শাই' ছবির স্ক্রিপ্ট বেছে নিলেন। অভিনেত্রী এবং তাঁর দিদিকে জানাতে দেখা যায় যে তাঁরা কেন এই ছবিটি বেছে নিয়েছেন। বলেন, এতে রোম্যান্স, ব্রেকআপ, গান সবই আছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে 'এই ছবিতে রোম্যান্স আছে, হার্টব্রেক আছে, ছেলে আছে, মেয়ে আছে। একজন টার্টেলও আছে।'

'ডোন্ট বি শাই' ছবিটির সহ প্রযোজনা করেছেন গ্রীষ্ম শাহ এবং বিকেশ ভুটানি। ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন স্মৃতি মুখোপাধ্যায়। তবে কাদের মুখ্য ভূমিকায় দেখা যাবে সেটা এখনও জানা যায়নি। গল্পে ২০ বছরের একটি মেয়ের কথা ফুটে উঠবে যার নাম শ্যামলী শাই দাস। 

আলিয়া ভাটকে দর্শক শেষবার 'জিগরা' ছবিতে দেখেছেন। আগামীতে তাঁকে 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে দেখা যাবে। মুখ্য ভূমিকায় তাঁর সঙ্গে রণবীর কাপুর এবং ভিকি কৌশল থাকবেন। ছবিটির পরিচালনা করেছেন সঞ্জয় লীলা বনশালি। এছাড়া তাঁর হাতে আছে যশরাজ ফিল্মসের স্পাইভার্সের ছবিটিও।