বাজেটের দিকে সকলেই তাকিয়ে রয়েছেন। তবে এরই মধ্যে ভারতীয় স্টক মার্কেট নিজের মতো করেই বাজেটকে রেখেছে। থাকছে বেশ কয়েকটি স্টকে বিশেষ নজরদারি।
2
9
এই পাঁচটি স্টক যদি এই সময় কিনে রাখতে পারেন তাহলে সেখানে আপনি বাজেট ঘোষণার পরই লাভের মুখ দেখতে পারেন। ফলে আগে থেকেই নিজেকে তৈরি রাখুন।
3
9
সবার আগে যে স্টকটি নজরে থাকবে সেটি হল পিএফসি। এর ক্রয়মূল্য রয়েছে ৩৮৫ থেকে শুরু করে ৩৮০। টার্গেট রয়েছে ৪২০ টাকা। স্টপ লস রয়েছে ৩৬৫ টাকা।
4
9
এরপর যে স্টকটি নজরে থাকবে সেটি হল কোল ইন্ডিয়া। এর ক্রয়মূল্য রয়েছে ৪৫০ থেকে শুরু করে ৪৪৫। টার্গেট রয়েছে ৫০০ টাকা। স্টপ লস রয়ছে ৪৩০ টাকা।
5
9
তৃতীয় নম্বরে রয়েছে টাইটানের শেয়ার। এখানে ক্রয়মূল্য রয়েছে ৩ হাজার ৯৭৫ টাকা। টার্গেট রয়েছে ৪৫০০ টাকা। স্টপ লস রয়েছে ৩৭০০ টাকা।
6
9
চতুর্থ স্থানে রয়েছে গার্ডেনরিচ শিপবিল্ডার। এখানে ক্রয়মূল্য রয়েছে ২ হাজার ৫১৮ টাকা। টার্গেট রয়েছে ২৯০০ টাকা। স্টপ লস রয়েছে ২৩২৫ টাকা।
7
9
পঞ্চম স্থানে রয়েছে গ্রাসিম। এখানে ক্রয়মূল্য রয়েছে ২ হাজার ৮২৯ টাকা। টার্গেট রয়েছে ৩ হাজার ২২৫ টাকা। স্টপ লস রয়েছে ২ হাজার ৬৫০ টাকা।
8
9
এই স্টকগুলিতে যদি নজর রাখতে পারেন তাহলে প্রথম থেকেই আপনি লাভের মুখ দেখতে পারবেন। তবে আগে থেকেই আপনাকে বিনিয়োগ করতে হবে।
9
9
বাজেট ঘোষণার পরই শেয়ার বাজারে নড়াচড়া শুরু হবে। সেখানে মার্কেট ঝুঁকি থাকবেই। তবে হিসেব করে আপনাকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের আগে সমস্ত তথ্য যাচাই করে নেবেন। যদি আপনার কোনও ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।