প্রায় মাসখানেক হতে চলল শুরু হয়েছে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটি। গল্প জমে উঠেছে গোরা, এলার বিয়ের মাধ্যমে। নায়ক, নায়িকার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই চলেছে মৈনাক। কিন্তু তাও টিআরপি তালিকায় তেমন কোনও প্রভাব দেখাতে পারছে না এই ধারাবাহিক। 'গাঁটছড়া' ধারাবাহিকের সময় থেকেই 'খড়িদ্ধি' জুটি হিট, দর্শকই চেয়েছিল যাতে গৌরব-শোলাঙ্কির জুটি ফেরে, তারপরেও কেন টিআরপি বাড়ছে না? কী বলছেন নায়ক-নায়িকা, খোঁজ নিল আজকাল ডট কম। 

চলতি সপ্তাহে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকটি এবং 'গৃহপ্রবেশ' ধারাবাহিকের প্রথম ১৫ মিনিট ৪ নম্বর পেয়েছে। অন্যদিকে 'কনে দেখা আলো' ৪.৮ নম্বর পেয়ে স্লট লিডার হয়েছে। গত সপ্তাহের ছবিটাও প্রায় একই রকম ছিল। কিন্তু কেন গল্পে এত চমক, টানটান উত্তেজনা থাকার পরেও টিআরপিতে তার প্রভাব পড়ছে না? গৌরব চট্টোপাধ্যায় বলেন, "রেটিং হিসেবে সেরকম কিছুই কম হচ্ছে না। মোটামুটি, টিভিতে তো তিন মাস আগে কিছুই বলা যায় না। আমার যে কোনও ধারাবাহিক, এমনকী যেটা খুব ভাল হয়েছে, সে ক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রথম ২-৩ মাস সেরকম রেটিং দেয় না। তবে এটা দেবে যে, সেটা বলছি না, কারণ সেটা আমার হাতে নেই। তবে দর্শক বা যাঁদের সঙ্গে দেখা হচ্ছে তাঁরা সকলেই খুবই ভাল বলছেন। খুবই ভাল রিপোর্ট।" 

প্রায় একই সুর শোনা গেল শোলাঙ্কি রায়ের গলাতেও। নায়িকা বলেন, "এটা আমি কী করে বলব। এটা আমার জানার বাইরে। না। আমার অন্তত সেরম কিছু ফিল করি না।" 

'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে মৈনাকের ষড়যন্ত্র ভেস্তে দিয়ে বিয়ে হয়েছে এলা এবং গোরার। তবে বিয়ের পরপরই নায়কের কান ভাঙিয়েছে মৈনাক। নকল দুর্ঘটনার নাটক করে হাসপাতালে ভর্তি হয় সে। তাকে গোরা তাকে হাসপাতালে দেখতে এলে তাকে না দেখার ভান করে বোনকে মৈনাক বলে এলা নাকি তাকে প্রোপোজ করেছে, টিফিন বক্সে করে চিঠি দিত। এখন গোরার টাকা দেখে তাকে বিয়ে করেছে। গোরাই ঠিক, এসব প্রেম ভালবাসা বলে কিছু হয় না। এলাকে না পেয়ে সে মরে যেতে চায়। এসব শুনে কিছু না জেনেই স্ত্রীকে ভুল বোঝে গোরা। ফুলশয্যার রাতে জানায় সে ছয় মাস পর এই দাম্পত্য জীবনে ইতি টানবে। ডিভোর্সের কাগজ ধরায় এলাকে। একই সঙ্গে কুরুচিপূর্ণ ভাষায় তাকে আক্রমণ করে ঘর ছেড়ে বেরিয়ে যায়। এবার গল্পে কী ঘটে সেটাই দেখার। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'গাঁটছড়া' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়। সেই থেকেই দারুণ সাড়া ফেলে তাঁদের 'খড়িদ্ধি' জুটির অনস্ক্রিন রসায়ন। ধারাবাহিক শেষ হওয়ার পর এই জুটি ফেরানোর দাবি জানায় দর্শক। সেই কথা মেনে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে আবারও দেখা যাচ্ছে এই জুটিকে। স্টার জলসার পর্দায় নিয়মিত সম্প্রচার হয় মিলন হবে কতদিনে। এটি রোজ রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।