কখনও তিনি 'গঙ্গারাম', কখনও 'নেতাজি', কখনও আবার 'ফুলকি'র স্যার। ছোট পর্দার অতি পরিচিত মুখ তিনি। কে? বুঝতেই পারছেন অভিষেক বসুর কথা বলছি। সদ্যই শেষ হয়েছে তাঁর ধারাবাহিক, 'ফুলকি'। টানা তিন বছর এই মেগার পথচলা শেষ হতেই নতুন রূপে, নতুন গল্প নিয়ে পর্দায় ফিরছেন অভিনেতা। তবে, রয়েছে চমকও!
অভিষেক বসু এদিন নিজেই সমাজমাধ্যমে 'একেন বাবু পুরুলিয়া পাকড়াও' সিরিজের স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, 'লোডিং।' তারপরই অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয় আজকাল ডট ইনের তরফে।
অভিষেক বসু মূলত ছোট পর্দায় কাজ করেছেন এতদিন। এবার তিনি ওয়েব মাধ্যমে অর্থাৎ ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন। বহুদিন পর 'একেন বাবু' ফ্র্যাঞ্চাইজির কোনও গল্প আবার সিরিজ আকারে হইচই প্ল্যাটফর্মে আসছে। সেখানেই রয়েছেন অভিষেক বসু। কিন্তু কোন চরিত্রে অভিনয় করেছেন জানতে চাওয়ায় তিনি বলেন, "চরিত্র সত্যিই শেয়ার করা যাবে না বিশ্বাস করুন। তবে এটুকু বলতে পারি, খুবই মজা পেয়েছি। মানে, এটা আমার প্রথম ওয়েব, প্রথম অভিজ্ঞতা, তার উপর জয়দীপদার (পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়) সঙ্গে কাজ করা... দুর্দান্ত অভিজ্ঞতা সবটা মিলিয়ে। আলাদাই লাগল।" অভিষেকের আরও সংযোজন, "ওয়েব মাধ্যমে একজন নবাগত হিসেবে আমাকে যে চরিত্রটা দেওয়া হয়েছিল সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ। একজন সাধারণ ছেলের চরিত্র, কিন্তু তার বেশি কিছু বললে কেস খাব আমি।" বলেই হেসে ফেলেন অভিনেতা।
তাও জানার চেষ্টা করা হয় চরিত্রটা নেতিবাচক না ইতিবাচক, তাতে অভিনেতার সাফ জবাব, "গোয়েন্দা সিরিজের যদি সেটা বলে দিই তাহলে তো থ্রিলটাই নষ্ট হয়ে যাবে। শেষ অবধি তো সবার উপরে সন্দেহ যায়। তাই এখনই কিছু বলা যাবে না।"
২০২৫ সালের শেষে থেমেছে 'ফুলকি' ধারাবাহিকের পথচলা। জি বাংলার অন্যতম হিট এবং সাম্প্রতিক সময়ের দীর্ঘতম ধারাবাহিক ছিল এটি। দর্শকদের থেকে দারুণ সাড়া পেয়েছিল। 'ফুলকি'র সফর শেষ হওয়ার মাস দেড়েক হয়ে গেল দেখতে দেখতে। আবার কবে অভিষেককে ছোট পর্দায় দেখা যাবে জিজ্ঞেস করলে তিনি বলেন, "ছোট পর্দায় ফিরব তো অবশ্যই, কিন্তু এখনও কোনও কথা বা চুক্তি হয়নি। তিন বছর টানা একটা মেগা করলাম তো, তাই একটা বিরতির খুব প্রয়োজন ছিল। আর সৌভাগ্যবশত সেই সময়ই একেন বাবুর অফারটা পেলাম, করে ফেললাম।"
প্রসঙ্গত, 'একেন বাবু পুরুলিয়ায় পাকড়াও' সিরিজে আবারও নাম ভূমিকায় অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী। সঙ্গে 'বাপি বাবু' এবং 'প্রমথ' হিসেবে যথাক্রমে থাকবেন সুহত্র মুখোপাধ্যায় এবং সোমক ঘোষ। সিরিজটি পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। জানা যাচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শঙ্কর চক্রবর্তী, সুমন্ত মুখোপাধ্যায় ও শাঁওলি চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। এবারও চিত্রনাট্যের দায়িত্বে আছেন পদ্মনাভ দাশগুপ্ত।
