সদ্যই শেষ হয়েছে 'জগদ্ধাত্রী' ধারাবাহিকের পথ চলা। এই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পান অঙ্কিতা মল্লিক। তাঁর প্রথম ধারাবাহিক শেষ হতে না হতেই তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন বড়পর্দায় ডেবিউ করার। মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে তাঁকে দেখা যাবে। মাঝে এও শোনা গিয়েছিল দেব অভিনীত 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিতেও নাকি থাকবেন অঙ্কিতা। এবার শোনা যাচ্ছে 'একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন' নাকি তিনি। খবরটা কি আদৌ সত্যি, খোঁজ নিল আজকাল ডট ইন।
আজকাল ডট ইনের কাছে রীতিমত ক্ষোভ উগরে দেন এদিন অঙ্কিতা মল্লিক। ছোটপর্দার 'জগদ্ধাত্রী' বলেন, "পর পর ছবি থেকে বাদ যাচ্ছে, এটা অত্যন্ত ভুল একটা স্টেটমেন্ট। আমি একটাই ছবি সই করেছিলাম করব বলে। মহুয়া রায়চৌধুরীর বায়োপিক। সেটা আমিই করছি। তারপর কোনও ছবির কথা আমার সঙ্গে হয়নি। পোর্টালে তো আজকাল অনেক খবর বেরোয়, আমি বিক্রমের সঙ্গে সিরিয়াল করছি, আমি এই কাজ করছি, ওই কাজ করছি... অনেক কথা বেরোয়। সেগুলোর বিষয়ে আমার কাছে কোনও খবর নেই। তবে আমার মনে হয় যে কোনও খবর লেখার আগে একটু সংবেদনশীল হওয়া প্রয়োজন। মিডিয়া অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম। কিছু কিছু নিউজ দেখে, আরও পাঁচটা পোর্টাল আরও পাঁচটা খবর করে। তাই একটা খবর করার আগে, খবর ছাপার আগে একটু সংবেদনশীল হওয়া উচিত, বিশেষ করে শব্দ বাছার ক্ষেত্রে। একটু দায়িত্বজ্ঞান থাকা উচিত। আমি বা কোনও প্রযোজনা সংস্থার তরফে এটা ঘোষণাই করা হয়নি যে ছবিটা আমি করছি। ফলে বাদ পড়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না।"
মহুয়া রায়চৌধুরীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন অঙ্কিতাই। এই খবরে তিনি সিলমোহর দিয়ে বলেন, "এটা ঘোষণা করা হয়েছিল যে আমি করছি। এটা আমিই করছি।" আর 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবি বিষয়ে তাঁর জবাব, "এটা তো কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি যে আমি করছি বলে। আমিও কখনও কোনও জায়গায় বলিনি যে আমি করছি। এটা সংবাদমাধ্যমের তরফেই বলা হয়েছিল যে শোনা গিয়েছে। আমি জানি না কোথা থেকে শোনা গিয়েছিল। এখন আবার শুনছি, আমি না করছি না। ফলে গোটা বিষয়টা নিয়েই আমার কাছে কোনও তথ্য নেই। আমি আগেও জানতাম না যে আমি করছি, আমি আজও জানি না যে আমি করছি কিনা। আমি কিছুই জানি না। একটা ছবিরই আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল যে আমি করছি, সেটা আমি করছি। যেটার কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, সেটার বিষয়ে আমি কিছু জানি না।"
প্রসঙ্গত, বর্তমানে পর্দায় মহুয়া রায়চৌধুরী হয়ে উঠতে কর্মশালা করছেন অঙ্কিতা। সূত্রের খবর তিনি দারুণ ভাল কাজ করছেন। তালিম নিচ্ছেন নাচের। চলতি বছরেই এই ছবির শুটিং শুরু হবে। 'জগদ্ধাত্রী' শেষ হওয়ার পর এই ধারাবাহিকের অনুরাগী সহ নায়িকার ভক্তরা রীতিমত মুখিয়ে রয়েছেন তাঁকে বড়পর্দায় দেখার জন্য।
অন্যদিকে 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটির বিষয়ে কথা বললে, এটি চলতি বছরের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে। মুখ্য ভূমিকায় থাকবেন দেব। উত্তরবঙ্গের করিমূল হক, অর্থাৎ যিনি তাঁর বাইকে করে প্রত্যন্ত গ্রামের অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দেন তাঁর গল্প তুলে ধরা হবে বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবিতে।
