স্কটল্যান্ডে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজেশ্বর ভট্টাচার্য। খবর, ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১০.০৬ মিনিটে মৃত্যু হয় তাঁর। প্রবীণ শিল্পীর প্রয়াণের খবর ছড়াতেই শোক নামে সঙ্গীতপাড়ায়। 

কানাইলাল ভট্টাচার্য ও রাধারাণী দেবীর সন্তান রাজেশ্বর। ছোট থেকেই গান ভালবাসতেন। সেই টান থেকেই তিনি গান শিখেছিলেন মালবিকা কানন, পণ্ডিত রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কনক দাস, গীতা সেন, ছবি বন্দোপাধ্যায় মতো বিশিষ্টদের কাছে। ‘রবিমল্লার’-এর কর্ণধার ছিলেন তিনি। নিজের গায়কি দিয়ে রবীন্দ্রসঙ্গীতকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন তিনি। তাঁর গাওয়া ‘মোদের প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারই সাথে….’ গানটি আজও সবাই কান পেতে শোনে।

‘গীতবিতান’-এর কৃতী ছাত্র রাজেশ্বর দেশে-বিদেশে অসংখ্য সুযোগ্য ছাত্র-ছাত্রী রেখে গেলেন। ছড়িয়ে রয়েছে তাঁর অগুণতি ছাত্র। শুধু গান গাওয়া নয়, গান শেখানোতেও তাঁর জুরি মেলা ভার। ১৯৯৬ থেকে তিনি ব্রিটিশ যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে নিয়মিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান করতেন। স্কটল্যান্ড, লন্ডন, ফ্রান্সের নানা জায়গায় গানের উপরে কর্মশালারও আয়োজন করেছিলেন তিনি।